টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চলেছেন বিধ্বংসী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এবার টিটোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। নিজের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ক্রিকেট ইনফো কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই মুহূর্তে টিটোয়েন্টিতে আমরা যথেষ্ট শক্তিশালী দল। তাই এই মুহূর্তে টিটোয়েন্টি ক্রিকেট থেকে যদি আমি সরে আসি তাহলে দলের খুব একটা ক্ষতি হবে না। আর সেই কারণেই নিজের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চাই। তবে তার আগে অবশ্যই একবার ক্রীড়াসূচী আমি দেখে নেব, এছাড়াও তিনি বলেছেন এই মুহূর্তে তিনটি ফরম্যাটে সমান দক্ষতার সাথে খেলে যাওয়া আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, সে কারণেই আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বেছে নিয়েছি যেখান থেকে আমি সরে দাঁড়াতে চাই।

86940127b76cf0b56d49c5fe440fccd159cda77a

কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য এর আগেও অনেক ক্রিকেটার টিটোয়েন্টি ফরম্যাটে থেকে সরে দাঁড়িয়েছেন এবার সেই রাস্তায় হাঁটছে চলেছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার জানিয়েছেন আমার তিনজন সন্তান রয়েছে তাদের দেখভাল করেন আমার স্ত্রী। আমি তাদের একদমই সময় দিতে পারি না সেই কারণে আমি টিটোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়াতে চাইছি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর