কিছুদিন আগেই নিজের মানসিক পরিস্থিতি ঠিক নেই তাই এই কারণ দেখিয়ে ক্রিকেট থেকে কিছু দিনের জন্য ছুটি নেন তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর এবার আরও একজন অজি ক্রিকেটার এই একই কারণে অর্থাৎ মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে অজি ব্যাটসম্যান নিক ম্যাডিনসন পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের খেলা থেকে নিজেকে সরিয়ে নেন।
2016 সালে অস্ট্রেলিয়ার হয়ে তিন-তিনটি টেস্ট ম্যাচ খেলেন এই নিক ম্যাডিনসন তারপর মানসিক অসুস্থতার কারণে তিনি বেশ কয়েকবার ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। 2017 সালে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর ক্রিকেট থেকে একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। কারণ সেই সময় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আর 27 বছর বয়সী এই খেলোয়াড়ের এমন অবস্থা দেখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা নিক ম্যাডিনসনের পাশেই আছেন। আর নিকের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়া এ ক্রিকেট দলের কোচ গ্রেম হিক।
এছাড়াও অস্ট্রেলিয়া এ দলের কোচ জানিয়েছেন যে একা একা কষ্ট পাওয়ার থেকে নিজের মানসিক কষ্ট নিয়ে প্রকাশ্যে আলোচনা করা বুদ্ধিমানের কাজ। আর সেটাই করে দেখিয়েছেন নিক। তাই নিকের সাহসকে তিনি সাধুবাদ জানিয়েছেন, সেই সাথে সমস্ত রকম পরিস্থিতিতে নিকের পাশে থাকার কথা জানিয়েছেন গ্রেম হিক।
এর ফলে পারথে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিকের পরিবর্তে দলে ফিরলেন ব্যানক্রফট। অ্যাশেজ সিরিজে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়তে হয়েছিল ব্যানক্রফটকে। আর এবার ফের নিকের পরিবর্তে দলে সুযোগ পেলেন তিনি।