বাংলাহান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে অস্ট্রেলিয়াকে (Australia) হুমকি দিচ্ছিল চীন (China)। অস্ট্রেলিয়া চাইছিল যে একটা অন্তরাস্ট্রীয় প্যানেল গঠিত হোক, যারা স্বতন্ত্র বিচার করে উহানে গিয়ে করোনা ভাইরাসের সম্পর্কে খতিয়ে দেখবে। এবং সমগ্র বিশ্বকে করোনা ভাইরাসের সম্পর্কে জানাবে। কিন্তু চীন সরকার চাইছে না, বর্তমানে কোন সংস্থা বা কেউ হঠাৎ করে উহানে গিয়ে পর্যবেক্ষক করুক।
কিন্তু অস্ট্রেলিয়াও পিছনে হটবার নয়। আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে এই দাবী চালিয়ে যাচ্ছিল। চীন সরকার অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি দেয় যে, তারা যদি এই কাজ বন্ধ না করে, তাহলে চীন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। প্রথমে তারা, অস্ট্রেলিয়ার তেলের ভাণ্ডারের উপর টার্গেট করে তাঁদের থেকে কয়লা আমদানী বন্ধ করে দেবে চীন সরকার। দ্বিতীয়ত, যেসমস্ত চীনা ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়ায় ১০-১২ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য করে, চীন সরকার এই সাহায্যও বন্ধ করে দেওয়ার ভয় দেখায়। কিন্তু তা স্বত্বেও পিছু হটতে চাইছে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পাল্টা জবাবে প্রমাণ হয়ে যাচ্ছে, কিভাবে একটি ছোট দেশ, চীনকে যোগ্য জবাব দিচ্ছে। অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘চীন আমাদের ধমক দিয়ে থামাতে পারবে না। আমরা আফ্রিকা বা পাকিস্তান নই, যে চীনের ধমাকিনে ভয় পাব। আমরা এই দাবী করেই যাব’। দক্ষিণ চীন সাগরে চীন তাঁদের রণনীতি বদলাচ্ছিল এবং সেখানে তাঁদের জাহাজ বেআইনিভাবে প্রবেশ করাচ্ছিল। এই ঘটনার প্রতিবাদে আমেরিকা তাঁদের জঙ্গি গোষ্ঠী পাঠিয়ে চীনের বিরুদ্ধে যোগ্য জবাব দিচ্ছে।
বর্তমানে চীনের বিরুদ্ধে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াও আমেরিকার সাথে তাঁদের যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়া একটি বার্তাও দিয়েছে চীনকে যা, অস্ট্রেলিয়ার সাথে সমগ্র আমেরিকা রয়েছে। তাঁদের যেকোনো সমস্যায়, আমেরিকাকে পাশে পাবে অস্ট্রেলিয়া। যার ফলে চীন এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। চীন এখন কিছুই করতে পারবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।