অস্ট্রেলিয়াকে অলআউট করতে ব্যর্থ ভারত! কোহলিরা কি পারবেন ৪৪৪ রান তাড়া করতে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যে ঘটনা কোনদিনও ঘটেনি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে গেলে সেই ঘটনাকেই বাস্তবে পরিণত করে দেখাতে হবে ভারতীয় দলকে। আজ সকাল থেকে বোলিং করে অস্ট্রেলিয়ার মাত্র চারটি উইকেট তুলতে পেরেছে ভারত। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে ফিল্ডারদের দোষে। শেষপর্যন্ত অস্ট্রেলিয়াই নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে।

২৭০ রান করেছে তারা ৮ উইকেট হারিয়ে। অসাধারণ ব্যাটিং করে ১০৫ বল খেলে আটটি চার সহ ৬৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলে যান অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার আলেক্স ক্যারি। ৪১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মিচেল স্টার্ক।

স্টার্ক ও কামিন্স আউট হওয়ার পরেই তাদের ইনিংসের সমাপ্তি ঘোষনা করে দেয় অজিরা। ভারতকে অলআউট করার জন্য তাদের হাতে রয়েছে চারটির বেশি সেশন। সেইসঙ্গে পিচে বোলারদের জন্য এখনো কিছুটা সাহায্য রয়েছে। ভারতীয় দলের প্রত্যেক ব্যাটারকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে এই ম্যাচ জিততে গেলে।

এর আগে অতীতে কোনদিনও ৪০৩-এর বেশি রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে গিয়ে ম্যাচে যেতে নেই ভারত। আজকের এবং কালকের দিনটা তাদের সামনে সেই অসম্ভবকে সম্ভব করে দেখানোর চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে রাহানে যা করেছিলেন ঠিক সেই কাজটাই এবার রোহিত, পূজারা, গিল, বিরাট কোহলিদেরও করতে হবে। তাদের হাতে আছে ১৩৭ ওভার।

আজ দিনের শুরুতেই লাবুশানেকে ড্রেসিংরুমে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিলেন উমেশ। এরপর যাদের যারা ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন গ্রিনকে। কিন্তু ক্যারিকে আটকাবার কোন উপায় খুঁজে পাইনি ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দিকে স্টার্ক এবং কামিন্সকে আউট করেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে তিনি এবং উমেশ দুটি করে উইকেট নিয়েছেন ভারতের হয়ে। তিনটি উইকেট নিয়েছেন জাদেজা। একটি উইকেট এসেছে সিরাজের ঝুলিতে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর