বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে তারা গোটা ক্রিকেট চমকে দিয়েছিল। কিন্তু ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে ব্যর্থ হল আয়ারল্যান্ড। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন আইরিশ ক্রিকেটাররা। কিন্তু সেই ম্যাচে ৪২ রানের বড় ব্যবধানে হারতে হলো তাদের।
আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক ব্যালবার্নি। বিশেষজ্ঞদের মতে ম্যাচ এখানেই হেরে গিয়েছিল আয়ারল্যান্ড। ডেভিড ওয়ার্নারের অফফর্ম অব্যাহত। তার উইকেটটি দ্রুত তুলতে পারলেও অধিনায়ক ফিঞ্চ এবং মিচেল মার্শের পার্টনারশিপে ভর করে বেশ ভালো শুরু করে অস্ট্রেলিয়া।
অর্ধশতরান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কা সহ ৬৩ রানের একটি ভদ্রস্থ ইনিংস খেলে সমালোচকদের মুখ আপাতত বন্ধ করতে পেরেছেন তিনি। শেষদিকে স্টোইনিস, ওয়েড ও টিম ডেভিডের ব্যাটে ভর করে কুড়ি ওভারে ১৪৯ রান স্কোরবোর্ডে তুলতে পারে অস্ট্রেলিয়া। তিনজনকে আউট করেছিলেন ব্যারি ম্যাকার্থি। ম্যাক্সওয়েল ও স্টোইনিসের উইকেটটি নিয়েছিলেন জশুয়া লিটল।
এরপর ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল, স্টার্কদের দুরন্ত বোলিংয়ে পাওয়ারপ্লে চলাকালীনই ৫ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। সেই সময় মনে হচ্ছিল বিশাল বড় ব্যবধানে জয় পাবে অস্ট্রেলিয়া। কিন্তু উইকেটরক্ষক ব্যাটার লরক্যান টাকারের ব্যাটে ভর করে কিছুটা সম্মানরক্ষা করেন আইরিশরা। ৪৮ বলে ৭১ রান করে অপরাজিতা থাকেন আইরিশ উইকেটরক্ষক।
হ্যাজেলউড বাদে বাকি সকল অস্ট্রেলিয়ান বোলারই আজ উইকেট পেয়েছেন। তাদের মধ্যে মিচেল স্টার্ক নিজের প্রথম ওভারটি মেডেন দিয়ে দুই উইকেট তুলেছিলেন। কিন্তু নিজের বাকি তিন ওভারে ৪৩ রান দেন তিনি। এছাড়া কৃপণ বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা। ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার এই জয়ের পরও তাদের সেমিফাইনালের টিকিট পুরোপুরি নিশ্চিত নয় কারণ তাদের রান রেটের অবস্থা অত্যন্ত খারাপ। ইংল্যান্ডের থেকে দুই পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও ইংল্যান্ডের হাতে দুটি ম্যাচ রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি শুধুমাত্র আফগানিস্তানের সাথে। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও তাদের বাকি ম্যাচের ফলাফল গুলির দিকে তাকিয়ে থাকতে হবে।