লড়াই করেও হার মানতে বাধ্য হল পাকিস্তান! ওয়ার্নার, মার্শের দাপটে দুরন্ত জয় অস্ট্রেলিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs Australia) চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা দুর্দান্তভাবে শুরু করেছিল। আর সেই লড়াইয়ের ফলস্বরূপ বড় জয় পেল অজিরা। ডেভিড ওয়ার্নার (David Warner) এবং মিচেল মার্শের (Mitchell Marsh) ওপেনিং জুটি একটি অসাধারণ আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। দুই অজি ওপেনার প্রথম উইকেটে ২৫৯ রানের একটি অসাধারণ জুটি গড়েছিল। দুজনেই শতরান করেন পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন।

এই পার্টনারশিপটিকে যেই বিষয়টা আরও বিশেষ করে তুলেছিল, সেটা হল ৩১তম ওভারে দুই ব্যাটারই একসাথে নিজেদের সেঞ্চুরি সম্পূর্ণ করে ফেলেন। ওয়ার্নার, দুজনের মধ্যে বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। মাত্র ৮৫ বলে খেলে তিনি নিজের সেঞ্চুরি ছুঁয়েছেন। আর আজ নিজের জন্মদিন ম্যাচ খেলতে নামা মার্শ তার সেঞ্চুরি সম্পূর্ণ করতে ১০১ বল নিয়েছিলেন। কিন্তু এরপরে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান শাহীন আফ্রিদি। প্রথম উইকেটে ওয়ার্নার আর মার্শের ২১২ বলে ২৫৯ রানের পার্টনারশিপ ছাড়া অস্ট্রেলিয়া আর কিছু করতে পারেনি ব্যাটিংয়ে।

পাকিস্তানকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরত আনেন শাহীন আফ্রিদি। প্রথম ফাস্ট বোলার হিসেবে ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে তিনি ৫ উইকেট নেন। এই কাজটা এখনও প্রথমদিকে একটু রান বিলিয়ে দিলেও নিজের ১০ ওভারে শেষপর্যন্ত একটি মেডেন সহ ৫৪ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাঙ্গালোরের মাঠে পাকিস্তান যদি একটু ঠান্ডা মাথায় প্রথম দিকে ব্যাটিং করতে পারে তাহলে এই কাজটা হয়তো একেবারে অসম্ভব হবে না কারণ প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ৪০০ রানের গণ্ডি অতিক্রম করবে মনে হলেও শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয় সে ৩৬৭ রানে।

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। দুই ওপেনার আবদুল্লা শফিক (৬৪) এবং ইমাম উল হক (৭০) পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু ম্যাচের ২১ তম ওভারে তাদের ১৩৪ রানের পার্টনারশিপ ভাঙতেই আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

আরো একবার পাকিস্তানের ভক্তদের হতাশ করেন। মহম্মদ রিজওয়ান যিনি এই মুহূর্তে পাকিস্তানের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে রয়েছেন তিনি দীর্ঘক্ষণ ভরসা দিয়েছিলেন। তবে ৪৬ রানের ব্যক্তিগত করে ড্রেসিংরুমে ফিরতেই ম্যাচে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত বোলিং করে চারটি উইকেট নেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা (৪/৫৩)। অনেক রান বিলিয়ে দিলেও দুটি করে উইকেট পেয়েছেন মার্কাস স্টোইনস এবং অধিনায়ক প্যাট কামিন্স। কৃপণ বোলিং করেছেন জস হ্যাজেলউড।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর