ফের হতাশ করল শ্রীলঙ্কা! বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়া যেন রক্তের স্বাদ পাওয়া বাঘ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিশ্রী ভাবে হেরে এই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল অজিরা। কিন্তু এদিন তাদের কাছ থেকে যেমন প্রত্যাশা ঠিক তেমন ক্রিকেট দেখা গেল। অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা অসাধারণ বোলিং করলেন। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই তারকা স্মিথ এবং ওয়ার্নার ব্যর্থ হওয়া সত্ত্বেও ৫ উইকেট খুইয়ে শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করে ফেলে অজিরা।

অথচ ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি যে এমনটা হতে পারে। এই টুর্নামেন্টে প্রথমবার শ্রীলঙ্কার দুই ওপেনার একসঙ্গে জ্বলে ওঠেন। পাথুম নিশাঙ্কা ৬৭ বলে ৬১ রান করেন। মেরেছিলেন ৮টি চার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হাফসেঞ্চুরি করেছিলেন অপর ওপেনার কুশল পেরেরা। এদিন আগ্রাসী ব্যাটিং করে ৮২ বলে বারোটি চার সহ ৭৮ রানের ইনিংস খেলেন তিনি।

শ্রীলঙ্কার ওপেনারদের মধ্যে ১২৫ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু তারপর আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং। মূলত অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার (৪/৪৭) সামনে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কার মিডল অর্ডার। ভারতের বিরুদ্ধে ম্যাচে চূড়ান্ত ব্যর্থ জাম্পা এদিন ৪ উইকেট নেন লঙ্কানদের বিরুদ্ধে। তবে দুই ওপেনারকে ফিরিয়ে মূল ধাক্কাটা দিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (২/৩২)। ডেথ ওভারে কৃপণ ও কার্যকরী বোলিং করে দুই উইকেট নেন মিচেল স্টার্কও (২/৪৩)। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তার অনুপস্থিতিতে দলের মেটাল অর্ডার এমন ভাবে আত্মসমর্পণ করবে এটা হয়তো কেউই ভাবতে পারেননি।

zampa

এরপর রান তারা করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক মেজাজে থাকা ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে আশার আলো দেখতে পেয়েছিল শ্রীলঙ্কা। নিজের দ্বিতীয় শিকার হিসেবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাটার স্টিভ স্মিথকেও খাতা খোলার আগে ফিরিয়ে দেন বাঁ-হাতি পেসার মধুশঙ্কা। অসাধারণ বোলিং করেন এই শ্রীলঙ্কান ফাস্ট বোলার। কিন্তু আগ্রাসে মেরাজে ৫১ বলে ৫২ রান করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচে ভিলেন হওয়া অপর অজি ওপেনার মার্শ।

এরপর লাবুশানে (৪০) ও জস ইংলিশ শ্রীলংকার ম্যাচে ফেরার যাবতীয় আসা শেষ করে দেন নিজেদের মধ্যে ৭৭ রানের একটি পার্টনারশিপ গড়ে। এই টুর্নামেন্টে প্রথম হাফসেঞ্চুরি করেন ইংলিশ (৫৮)। তারা দুজন ফেরার পর আগ্রাসী মেয়েরা যে ম্যাচ শেষ করে নিজেদের রান রেট করার ব্যাপারটি নিশ্চিত করেন ম্যাক্সওয়েল (৩১) ও স্টোইনিস (২০)। ১৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ২০১৯ থেকে ২৩ সালে আয়োজিত বিশ্বকাপ মিলিয়ে টানা ৪ ম্যাচ হারের পর দেখা পেলে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হেরে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর