রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি। মূলত, ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, এক্ষেত্রে প্রতিষ্ঠানের হেমাটোলজি বিভাগে কাজ করতে হবে বলেও জানা গিয়েছে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা হল তিন।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, ডেন্টাল, সার্জারি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সেক্ষেত্রে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়স: সংশ্লিষ্ট পদে ৪৫ বছর বয়সী প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন: শতাব্দী-রাজধানীর জায়গা নিতে চলেছে বন্দে ভারত! কেন এমন সিদ্ধান্ত রেলের? পেছনে রয়েছে এই কারণ

প্রয়োজনীয় শর্ত: উল্লেখ্য যে, প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠানে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ৯৩,৫২৪ টাকা।

আরও পড়ুন: IMF-এর চাপে অসহায় অবস্থা পাকিস্তানের! মুদ্রাস্ফীতির মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে ১০০ শতাংশ

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য ইতিমধ্যেই অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টালেই প্রার্থীদের যাবতীয় নথি আপলোড করতে হবে। পাশাপাশি, বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এমতাবস্থায়, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Notification has been issued for the recruitment of Assistant Professor posts

অ্যাপ্লিকেশন ফি: এক্ষেত্রে আবেদনকারীদের ২১০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১০ অক্টোবর থেকে আবেদনের পোর্টাল চালু করা হয়েছে। পাশাপাশি, আগামী ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত এই পোর্টাল চালু থাকবে বলে জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর