বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে থামানোর কোনও উপায় খুঁজে পাচ্ছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচ আরম্ভ হওয়ার আগেই অজি অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) বলেছিলেন যে আহমেদাবাদের উইকেট দেখে তার মনে হয়েছে গোটা সিরিজে ব্যাটিংয়ের জন্য শ্রেষ্ঠ পরিস্থিতি পাওয়া যাবে এই টেস্টে। তাই কাল নিজে যখন ৩৮ রান করে আউট হলেন তখন তাকে অত্যন্ত হতাশ দেখাচ্ছিল। কিন্তু তার কথাটা যে সত্যি সেটা প্রমাণ করে দিয়েছে উসমান খাওয়াজা (Usman Khawaja) ও ক্যামেরুন গ্রিন (Cameron Green)।
গতকাল শতরান করেছিলেন খাওয়াজা। এটি ছিল তার ভারতের মাটিতে এবং ভারতের বিরুদ্ধে প্রথম শতরান। আজ তিনি অতিক্রম করে গেলেন ১৫০ রানের গন্ডি। ভারতীয় দলের অভিজ্ঞ পেসার স্পিনাররা কেউই তাকে তেমন বড় কোনও বিপাকে ফেলতে পারলেন না। অত্যন্ত কম সুযোগ দিয়েছেন তিনি ভারতীয় বোলারদের।
অপরদিকে কাল আক্রমণাত্মক ব্যাটিং করে ৪৯ রানে অপরাজিত ছিলেন ক্যামেরুন গ্রিন। আজ তিনি প্রথমেই নিজের অর্ধশতরান পূরণ করেন। এরপরে নিজের আগ্রাসে ব্যাটিং চালিয়ে যান অজি অলরাউন্ডার। লাঞ্চের বিরতির আগে তিনি অপরাজিত রয়েছেন ৯৫ রানে এবং খেলেছেন মাত্র ১৩৫ বল। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ১৫ টি দৃষ্টিনন্দন বাউন্ডারি।
মধ্যে দুই ব্যাটারের মধ্যে ১৭৭ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে। এত বড় পার্টনারশিপ আজকের আগে গোটা সিরিজে দুই দলের কোনও জুটি গড়ে দেখাতে পারেনি। চলতি বর্ডার গাভাস্কার ট্রফের লড়াইয়ে প্রথম তিনটি টেস্টে একবারও এমন কোন সেশন যায়নি যেখানে উইকেট পড়েনি। কিন্তু আহমেদাবাদ টেস্টে ইতিমধ্যেই দুটি সেশন এমন গেছে যেখানে অস্ট্রেলিয়া কোন উইকেট হারায়নি। টসে হারার পর ভারতের কাছে এই ম্যাচ জয় ক্রমশই কঠিন হয়ে পড়ছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা