বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-এর T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) এখন শুরু হয়েছে সুপার এইট পর্বের খেলা। ২০ টি দল নিয়ে শুরু হওয়া এই সফর এখন মাত্র ৮ টি দলের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। এখান থেকে আর মাত্র কয়েকদিন পরই বাদ পড়বে আরও ৪ টি দল। এদিকে, সুপার এইটের পয়েন্ট টেবিল ইতিমধ্যেই বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। ভারতীয় দল আফগানিস্তানকে হারিয়ে জয়ের অভিযান অব্যাহত রাখলেও এরই মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে দিয়ে তাদের নেট রান রেট ভালো জায়গায় নিয়ে গেছে।
সুপার এইটের জন্য ২ টি গ্রুপ গঠন করা হয়েছে: উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের সুপার এইটের জন্য ২ টি গ্রুপ করেছে ICC। যার মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশকে গ্রুপ “A”-তে রাখা হয়েছে। পাশাপাশি, গ্রুপ “B”-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, USA এবং ওয়েস্ট ইন্ডিজ। এমতাবস্থায়, আমরা যদি গ্রুপ “A”-র দিক তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে, ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ই তাদের প্রথম ম্যাচ জিতেছে। কিন্তু এরপরেও অস্ট্রেলিয়া ওই গ্রুপে প্রথম স্থান দখল করে আছে। এর কারণ হল নেট রান রেট। অস্ট্রেলিয়া একটি ম্যাচ জিতে ২ পয়েন্ট অর্জন করেছে। পাশাপাশি তাদের বর্তমান নেট রান রেট হল ২.৪৭১।
টিম ইন্ডিয়া আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে: জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট হাসিল করেছে। পাশাপাশি, টিম ইন্ডিয়ার নেট রান রেট হল ২.৩৫০। এর মানে হল দলটি দ্বিতীয় স্থানে রয়েছে। যেহেতু তাদের নেট রান রেট অস্ট্রেলিয়ার থেকে কিছুটা কম রয়েছে। এমতাবস্থায়, এই গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে যায় সেটাই এখন দেখার বিষয়।
কি পরিস্থিতি গ্রুপ “B”-র: এদিকে, আমরা যদি দ্বিতীয় গ্রুপ অর্থাৎ গ্রুপ “B”-র দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, সুপার এইটের খেলায় ইংল্যান্ড তার প্রথম ম্যাচটি জিতে গিয়ে ২ পয়েন্ট অর্জন করে ১.৩৪৩ নেট রান রেট নিয়ে প্রথম স্থান দখল করেছে। এদিকে, দক্ষিণ আফ্রিকাও প্রথম ম্যাচে জিতে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট হল ০.৯০০। অপরদিকে, USA এবং ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম ম্যাচে হেরেছে। তাই তারা তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের পরেই অ্যাকশন! হাইকোর্টের একটি রায়েই উড়ল ঘুম, রাজ্যে বাতিল সংরক্ষণ
সমান পয়েন্টের ক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই সুপার এইটের খেলায় ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে জিতেছে। এমতাবস্থায়, রোহিত বাহিনীর পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২২ জুন। ওইদিন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচেও ভারত জিতলে সেমিফাইনালে ওঠার পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। তবে চেষ্টা থাকবে সুপার এইটের ৩ টি ম্যাচই জিতে সেমিফাইনালে পাকাপাকিভাবে নিজেদের জায়গা নিশ্চিত করা। এদিকে, পয়েন্টের নিরিখে যদি ভারতীয় ও অস্ট্রেলিয়ান দল একই জায়গায় দাঁড়িয়ে থাকে সেক্ষেত্র নেট রান রেটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এখানেই নির্ভর করবে অনেক কিছু। অর্থাৎ, সোজা কথায় এখনও পর্যন্ত যে দলগুলি জিতেছে, তাদের শেষ ৪-এ যাওয়ার সম্ভাবনা কেবল কিছুটা স্পষ্ট হয়েছে। তাই, বাকি ম্যাচগুলির পরিপ্রেক্ষিতে আসল ফলাফল সামনে আসবে।