আতঙ্ককে সঙ্গী করে ২৪ বছর পর পাকিস্তানে পৌঁছল অস্ট্রেলিয়ার টিম, ছবি শেয়ার করলেন অধিনায়ক স্মিথ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৪ বছর পর পাকিস্তানে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই পাকিস্তান সফরে তারা পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। রাওয়ালপিন্ডিতে ৪ঠা মার্চ থেকে শুরু হবে অজিদের পাকিস্তান সফরের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ই এপ্রিল। এর আগে অস্ট্রেলিয়া শেষবার পাকিস্তান সফর করেছিল ১৯৯৮ সালে। প্যাট কামিন্সের নেতৃত্বে অজিরা একটি চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান পৌঁছেছে। অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের কাছেও পাকিস্তান সফরের প্রস্তাবও রয়েছে।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার বাস দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে কোনো দলই সেখানে যেতে রাজি হয়নি। ৫ বছর আগে লাহোরে গির্জায় আত্মঘাতী হামলার পর এর আগে অস্ট্রেলিয়া দলও একবার পাকিস্তানে সিরিজ খেলতে যেতে অস্বীকৃতি জানায়। অস্ট্রেলিয়া যখন শেষবার ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল, তখন তারা তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ফলে জিতেছিল। অস্ট্রেলিয়া দলের পাকিস্তানে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

australia pakistan

ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য তার ১৬ সদস্যের দল থেকে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দূরে রেখেছে। আগ্রাসী ওপেনার ডেভিড ওয়ার্নার এবং বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সহ পেস ত্রয়ী প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে এই সিরিজে দেখা যাবে না। এই সব খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তান সফরে যাওয়া অজি স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশানে, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, জোশ ইঙ্গলিস, উসমান খাওয়াজা , মিচেল মার্শ, মিচেল নেসার, মিচেল সুইপসন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর