বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে আহমেদাবাদ টেস্ট (Ahmedabad Test)। তার আগে ভারতীয় দলের (Team India) ক্রিকেটারদের টিম বাসে হলেও উদযাপন করার ভিডিও ভাইরাল হয়েছিল। যেভাবে আনন্দ করে গোটা টিম একসাথে রঙয়ের উৎসবে মেতেছে, তা দেখে ইন্দোর টেস্টে (Indore Test) ভারতের খারাপ পারফরম্যান্সের হতাশা কিছুটা হলেও কেটেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। তরতাজা ও চাঙ্গা হয়ে রোহিত শর্মারা (Rohit Sharma) আহমেদাবাদ টেস্টে নামতে পারছেন এটা ভেবেই অনেকে খুশি ছিলেন।
তবে অস্ট্রেলিয়া সিরিজে যেমন প্রত্যাবর্তন করেছে, ঠিক তেমনই হোলির ভিডিওতেও ভারতীয় দলকে টেক্কা দেওয়ার মতো পারফরম্যান্স করলো অজিরা। নিজেদের টিম হোটেলে আহমেদাবাদ টেস্টের আগের দিন রঙ খেলায় মেতে উঠলেন স্টিভ স্মিথরা (Steve Smith)। হোটেলে কর্তৃপক্ষের তরফ থেকে যাবতীয় আবিরের বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। হোটেলের আঙিনার মাঝেই চুটিয়ে হোলি উদযাপন করলেন কুহেনেম্যান, অ্যালেক্স ক্যারিরা।
এরই মধ্যে ওই উদযাপনের সময় ‘ইয়ে জওয়ানি, হ্যায় দিওয়ানী’ সিনেমার ‘বালাম পিচকারী’ গানের তালে নৃত্যও করেছেন ক্রিকেটাররা। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানেকে একসাথে উদযাপন করতে দেখা গিয়েছে। মাঠে তাদের মধ্যে বোঝাপড়া দুর্দান্ত। একে অপরের সঙ্গে ব্যাটিং করতেও পছন্দ করেন তারা। এবার রঙের উৎসবে তাদের মেতে উঠতে দেখে নেটিজেনদের অনেকে কমেন্ট করে বলেছে যে তাদের বন্ধুত্ব যেন হার মানিয়ে দিচ্ছে সিনেমায় রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের রসায়নকেও।
Cricket’s cutest bromance… ruined by Matt Kuhnemann #INDvAUS pic.twitter.com/NLPropPPVE
— Louis Cameron (@LouisDBCameron) March 8, 2023
যদিও চলতি সিরিজে ব্যাট হাতে দুজনের কেউই খুব একটা সফল নন। অবশ্য সেই কথা গোটা অস্ট্রেলিয়া দলের ক্ষেত্রেই প্রযোজ্য। উসমান খাওয়াজা ও পিটার হ্যান্ডসকম্ব ছাড়া আর কোনও অজি ব্যাটার সিরিজে অর্ধশতরান করতে পারেননি। সিরিজের শেষ টেস্টে লাবুশানে ও স্মিথ জ্বলে উঠতে পারে কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
আহমেদাবাদ টেস্টের সম্ভাব্য পিচ দেখে অধিনায়ক স্টিভ স্মিথ আন্দাজ করেছেন যে চলতি সিরিজে সবচেয়ে ভালো ব্যাটিংয়ের পরিস্থিতি হয়তো শেষ টেস্টেই পাওয়া যাবে। স্মিথ, কামিন্সের বদলে অধিনায়ক হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার এই দলের হাবভাব বদলে গিয়েছে এবং তাদেরকে অনেক আগ্রাসী দেখাচ্ছে। ফ্রিজের শেষ টেস্টে তারা ভারতকে যথেষ্ট বেগ দেবে বলে এই ধারণা বিশেষজ্ঞদের।