করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে লকডাউন চলছে। লকডাউনের জেরে বিশ্বের সমস্ত ধরনের খেলাধূলা বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে ক্রিকেট। তবে করোনার তান্ডব শেষ হয়ে ফের বাইশ গজে ক্রিকেট ফিরলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চাইছে ভারতের সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিসিসিআই এর কাছে এই ব্যাপারে প্রস্তাব জানানো হয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।
করোনার কারনে ক্রিকেট বন্ধ থাকায় এই মুহূর্তে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সেই আর্থিক ক্ষতি সামাল দিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চাইছে এই বছরের শেষের দিকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে সেটা পাঁচ টেস্টের সিরিজ করতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস এমনটাই জানিয়েছেন।
ক্রিকেট অস্ট্রালিয়ার দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ভারত- অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আমরা এখনই কিছু ভাবতে চাইছি না। সামনেই টিটোয়েন্টি বিশ্বকাপ রয়েছে আমাদের যাবতীয় চিন্তাভাবনা এখন সেই দিকেই। এছাড়াও বিসিসিআই এর তরফে জানানো হয়েছে করোনার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ রয়েছে, আগে দেখি টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অস্ট্রালিয়া ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় তারপর দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আমরা ভাবনা চিন্তা করবো।