যুগান্তকারী পদক্ষেপ ক্রিকেট অস্ট্রেলিয়ার! নেওয়া হলো আফগানদের বিরুদ্ধে সিরিজ বয়কটের সিদ্ধান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বলিষ্ঠ সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। কিছু সময় পরে সংযুক্ত আরব আমিরশাহিতে মাটিতে রশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু এখন আর সেই সিরিজ খেলবে না তারা। কারণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে যে তালিবানরা মেয়েদের শিক্ষা এবং চাকরিতে নিষেধাজ্ঞা আরোপ যে নীতি জারি করেছে তার প্রতিবাদ এভাবেই জানাচ্ছে অস্ট্রেলিয়া।

দায়িত্বে আসার পর থেকেই আফগানিস্তানের নারীদের লেখাপড়া এবং চাকরি করার ক্ষেত্রে নিয়ম করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালিবান সরকার। আর এর প্রতিবাদেই আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরশাহির সফর বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিরিজটি আয়োজিত হওয়ার কথা ছিল ২০২৩ সালের মার্চ মাসে। আফগানিস্তানের বিরুদ্ধে সফর বাতিল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বৃহস্পতিবার দেওয়া বয়ানে বলা হয়েছে, “তালিবান সরকার সেই দেশের মেয়েদের শিক্ষা এবং চাকরিতে অকারণে অত্যন্ত বেশি নিষেধাজ্ঞা আরোপ করার কারণেই আমরা মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজে অংশগ্রহণ বাতিল বলে ঘোষণা করছি।”

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আফগানিস্তান সহ সারা বিশ্বে নারীদের এবং পুরুষদের জন্য খেলার বিকাশে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ওই অঞ্চলের নারী ও মেয়েদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে খাড়া থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারও আমাদেরকে সহযোগিতা করেছে, এর জন্য তাদের ধন্যবাদ জানাই।’

এর ফলাফল অবশ্য ভুগতে হবে অজিদের। আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট বড় ধাক্কা খাবে তারা। এই সিরিজের জন্য নির্ধারিত সম্পূর্ণ ৩০ পয়েন্ট আফগানিস্তানের খাতায় চলে যাবে। এটি অবশ্য অস্ট্রেলিয়ার কাছে বিশাল বড় কোনও উদ্বেগের বিষয় নয়। ইতিমধ্যেই তারা অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর