বিশ্বকাপে চমক! অসাধারণ ফর্মে থাকলেও ওয়ার্নারের কাছে এই সম্মান হাতছাড়া করলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই চলছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার (Australia vs New Zealand) মধ্যে। নিউজিল্যান্ড শুরু থেকেই অসাধারণ ছন্দে থাকা দল। অপরদিকে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের শুরুতে ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে হেরে যাত্রা আরম্ভ করলেও সাম্প্রতিক সময়ে তাদের আবার পুরনো ছন্দ দেখা যাচ্ছে। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দুই দলই যে ভালো ক্রিকেট খেলছে তা নিয়ে কোন সন্দেহ নেই। আর আজকের ম্যাচে ভারতীয় মহতারকা বিরাট কোহলিকে (Virat Kohli) পেছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে এখনো অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি সবাই ভেবেছিলেন বিরাট কোহলি নিজের নামে করে নেবেন। টুর্নামেন্টে দুর্দান্ত ভাবে নিজের যাত্রা টা শুরু করে সেই পথেই এগোচ্ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে তার রানসংখ্যা ১৩৮৪।

বাংলাদেশের বিরুদ্ধে শতরান ছাড়াও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। একমাত্র পাকিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই বিরাট কোহলির ব্যাট কথা বলেছে। কিন্তু তারপরেও তাকে পেছনে ফেলে দিলেন ডেভিড ওয়ার্নার।

warner wc

বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালোভাবে হয়নি অজি ওপেনারের। কিন্তু যতদিন গিয়েছে তার ছন্দ ফিরে পেয়েছেন তিনি। গত দুই ম্যাচে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করেছিলেন ওয়ার্নার। আর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই পথে এগোচ্ছিলেন কিন্তু শেষপর্যন্ত ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন গ্লেন ফিলিপ্সের শিকার হয়ে।

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়কের সম্মান বেঁচে গেল

তার আগে তিনি টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। আর এই কাজটা তিনি করেছেন বিরাট কোহলির চেয়ে ৭টি ইনিংস কম খেলে। এই মুহূর্তে বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের রান সংখ্যা ২৪ ম্যাচ খেলে ১৪০৫। তার আগে শুধুমাত্র রয়েছে সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। তবে আগামীকাল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ রান করতে পারলে তাকে ফের টপকে যাবেন কোহলি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর