পেস আক্রমণে ভর করেই T-20 বিশ্বকাপের আগে ভারতের মাটিতে সিরিজ জিততে চায় অস্ট্রেলিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরের মাসে নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরশাহী তে অনুষ্ঠিত গতবারের প্রতিযোগিতায় তারা ফাইনালে প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ববিজয়ের শিরোপা মাথায় তুলেছিল। এবার দেশের মাটিতে সেই খেতাব পুনরুদ্ধারের যথেষ্ট সুযোগ থাকছে তাদের সামনে। খেতাব ধরে রাখার অভিযান শুরু করার আগে ভারতের মাটিতে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবেন গ্লেন ম্যাক্সওয়েলরা।

অডিও বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের বিরুদ্ধে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে তা এখনও জানানো হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। তবে অনেকেই আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্বকাপের জন্য যে স্কোয়াড অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সেই সম্পূর্ণ স্কোয়াডটি নিয়েই ভারত সফরে আসবে তারা।

অর্থাৎ ভারতের মাটিতে খুব সম্ভবত অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার এবং গ্লেন ম্যাক্সওয়েল এই তিন স্পিনারকে নিয়েই মাঠে নামবে স্টিভ স্মিথরা। ভারতের মাটিতে মুলত হ্যাজেলউড, কামিন্স এবং স্টার্কের ত্রিমুখী পেস আক্রমণে ওপরই ভরসা রাখতে চলেছে অজিরা।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য ভারত সফরের স্কোয়াড: অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

ভারত বনাম অস্ট্রেলিয়া, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ২০শে সেপ্টেম্বর (মঙ্গলবার), মোহালি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৩শে সেপ্টেম্বর (শুক্রবার), নাগপুর
তৃতীয় টি-টোয়েন্টি: ২৫শে সেপ্টেম্বর (শনিবার), হায়দরাবাদ

Reetabrata Deb

সম্পর্কিত খবর