বাংলা হান্ট ডেস্ক: অগ্নিগর্ভ অবস্থা লেকটাউনে। যাত্রী তোলা নিয়ে বাস অটোরিকশা চালকদের মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা ঘটনাচক্রে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ উঠেছে যে ঝামেলার পরিস্থিতির মধ্যে এক বাসচালককে অটোচালকরা বেধড়ক মারধর করে। কেমন ঘটনা ঘটার পর বন্ধ রয়েছে ২০২ রুটের বাসচলাচল। অজ্ঞাতপরিচয় ৪ অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে।
তালা ব্রিজ বন্ধ হওয়ার পর বহুরূপী পরিবর্তন হয়ে গেছে। ২০২ নম্বর বাস সেগুলির মধ্যেই একটা। এই বাস লেকটাউন হয়ে চলাচল করে নাগেরবাজার-সায়েন্সসিটি রুট ধরে। এবং ওই রুটে লেকটাউন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত অটোরিকশাও চলাচল করে। অটো চালকরা বাস রুট বদল হয়ে যাওয়ার কারণে যথেষ্ট আপত্তি জানিয়েছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে লেকটাউন জয়া সিনেমা হলের সামনে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল ২০২ রুটের একটি বাস। তার দেখতে পেয়ে রেগে গিয়ে তেড়ে আসেন অটোচালকেরা। ঘটনাচক্রে বাসের চালক নজরুল মোল্লা কে বাস থেকে টেনে নামিয়ে তাকে বেধড়ক মারধর করেন তারা। মারের চোটে মুখ ফেটে যায় বাসচালক নজরুল এর।
এই ঘটনার খবর সিন্ডিকেটে পৌঁছানোর পর বাসচালক ও কর্মীরা বন্ধ করে দেয় ২০২ রুটের বাস চলাচল। আহত বাসচালক নজরুল মোল্লা থানায় গিয়ে ঘটনার অভিযোগ জানিয়েছে। ঘটনায় ৪ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিস।
টালা ব্রিজ বন্ধ হওয়ার পর থেকেই বিশাল ভোগান্তি ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নিত্যযাত্রীরা। তাদের বেশিরভাগ জনের সাথে কথা বলে জানা গেছে, একদিকে যেমন দুম করে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু অন্যদিকে এই অচলাবস্থা নিয়ন্ত্রণ করার বিভিন্ন তথ্যের কোনটাই তাদের কাছে পরিষ্কার নয়। কোন বাস কোন দিকে যাবে তাও জানতে পারছেন বলেই অভিযোগ যাত্রীদের।