যুগ শেষ হলুদ-সবুজের, এবার কলকাতার বুকে ছুটবে নীল-সাদা অটো! শীঘ্রই হবে বাস্তবায়িত

বাংলাহান্ট ডেস্ক : এবার তিলোত্তমা কলকাতার বুক থেকে উধাও হয়ে যাবে হলুদ-সবুজ অটো। বদলে শুরু হতে চলেছে নীল-সাদার যুগ। পরিস্কারভাবে বুঝতে পারছেন না কী ঘটতে চলেছে ? চলুন, তাহলে ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। শহর-কলকাতায় বদলে যেতে চলেছে অটোর রঙ। হলুদ-সবুজ রংয়ের অটোর পরিবর্তে কল্লোলিনীর বুকে ছুটবে নীল সাদা অটো। পরিবহণ দফতরের তরফে সেরকমই ভাবনার কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই নাকি পরিবহণ দফতর থেকে নীল-সাদা অটোর নির্দেশিকা জারি করে দেওয়া হবে। তা কার্যকরও হবে এবছরেই।

কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন রাজ্য সরকার অটো রং বদলের সিদ্ধান্ত নিল ? পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতা শহর এবং শহরতলিতেও একই পারমিট নিয়েই অটো চলে। কলকাতা ও শহরতলীর অটোগুলির রং যেহেতু একই, সেক্ষেত্রে অনিয়ম বুঝতে মাঝে-মধ্যে সমস্যায় পড়তে হয় ট্রাফিক পুলিশকেও। এ বিষয়ে সংস্কার আনার ক্ষেত্রে অতীতে বহুবারই পরিবহণ দফতরের পক্ষ থেকে নানা চেষ্টা করা হলেও বিশেষ কোন পরিবর্তন ঘটানো সম্ভব হয় নি। তাই, আপাতত রঙের বদল ঘটানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও শহরতলিতে সবুজ-হলুদ বা হলুদ-কালো রংয়ের অটোর চলার পাশাপাশি কলকাতা শহরে নীল-সাদা রংয়ের অটো ছুটবে। অর্থাৎ, দু’জায়গায় দু’রঙের অটো চলবে।

jpg 20220628 141405 0000

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই নীল-সাদা রঙের গুরুত্ব বেড়ে গেছে। কলকাতার বিভিন্ন সরকারি ভবন ও রাস্তার রেলিং বা গণপরিবহণের ক্ষেত্রে অনেক আগেই যে নীল-সাদা রংয়ের প্রচলন শুরু হয়েছিল, এবার সেই ছোঁয়া এসে লাগল অটোর গায়েও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর