বাংলাহান্ট ডেস্ক : এটিএম কার্ড (ATM Card) ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা এনে দিয়েছে UPI-ATM। ভিন্ন ব্যাংকের এটিএম (Automated Teller Machine) থেকে টাকা তুলতে এই পদ্ধতি সহায়তা করবে। এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে প্রয়োজন শুধুমাত্র স্মার্টফোনের। পাশাপাশি ইউপিআই লেনদেন চালু করতে হবে। MySmartPrice-এর একটি রিপোর্ট বলছে, ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মঞ্জুর করেছে NPCI।
ATM (Automated Teller Machine) থেকে টাকা তুলতে UPI (Unified Payment Interface) ব্যবহার
এক্ষেত্রে ডেবিট কার্ড সঙ্গে না থাকলেও সমস্যা নেই।সূত্রের খবর, এটিএম কার্ড ছাড়া টাকা কিভাবে তোলা যাবে সেই বিষয়ে টেস্ট করা হয়েছে মুম্বইয়ে। এই কার্ড প্রসেস করা খুব ঝামেলার। দীর্ঘক্ষণ ট্রায়ালের পর প্রসেস করা বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রাথমিকভাবে। ফ্রায়ারের পরে জানতে পারা গিয়েছে যে ইউপিআই অ্যাপের মাধ্যমে এটিএম (Automated Teller Machine) থেকে টাকা তোলা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বেশ সুবিধা জনক।
আরোও পড়ুন : অ্যাম্বুলেন্স নিয়ে এবার ‘নো দাদাগিরি’! পেয়ে যাবেন এক্কেবারে জলের দরে, নয়া উদ্যোগ রাজ্য সরকারের
এটিএম (Automated Teller Machine) থেকে গ্রাহকরা টাকা তুলতে গেলে ইউপিআই (Unified Payment Interface) ক্যাশ ইউড্রল অপশন বেছে নিতে হবে। যত পরিমাণ টাকা তোলা হবে সেই পরিমাণ দিতে হবে। পর্দায় কিউআর কোড দেখতে পেলেই সেই কিউ আর কোড স্ক্যান করে নিন যেকোনো ইউপিআই অ্যাপ দিয়ে। তারপর ইউপিআই অ্যাপের পিন নাম্বার দিয়ে লেনদেন করুন। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এটিএম থেকে ক্যাশ তুলে নিতে পারবেন ইউপিআই এর মাধ্যমে।
ইউপিআই দিয়ে এটিএম (Automated Teller Machine) থেকে টাকা তুলতে গেলে একবারের ১০ হাজার টাকা পর্যন্ত সর্বাধিক টাকা তোলা যায়। এই নিয়ম অবশ্য এক একটি ব্যাংকে এক এক রকম। তাই ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে গেলে আর এটিএম কার্ড নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। তাই নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে অথচ কার্ড পাওয়া যায়নি এরকম কোন সমস্যা হয়ে থাকলে, টাকা তোলার ক্ষেত্রে আর কোনো ঝামেলায় পড়তে হবে না।