বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি নিয়মিতভাবে ATM (Automated Teller Machine) থেকে নগদ টাকা তোলেন অথবা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করার পরিবর্তে ক্যাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আসলে, এবার ATM থেকে টাকা তোলার বিষয়টি ব্যয়বহুল হতে চলেছে। কারণ, ATM থেকে টাকা তোলার ফি বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
বৃদ্ধি পেতে চলেছে ATM (Automated Teller Machine) থেকে টাকা তোলার ফি:
বর্তমানে, রিজার্ভ ব্যাঙ্ক প্রতি মাসে ৫ টি বিনামূল্যে ক্যাশ উইথড্রয়ালের সুবিধা প্রদান করে। কিন্তু এখন RBI এই ৫ টি লেনদেনের সীমা অতিক্রম করার জন্য চার্জ এবং ATM (Automated Teller Machine) ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার হিন্দু বিজনেস লাইনের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এর মানে হল যে ATM থেকে ক্যাশ তোলার ক্ষেত্রে এখন বেশি টাকা খরচ করতে হবে।
চার্জ কত বাড়বে: হিন্দু বিজনেস লাইন তার রিপোর্টে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে যে NPCI (National Payments Corporation of India) পাঁচ বার টাকা তোলার ফ্রি লিমিটের পরে টাকা তোলার ক্ষেত্রে চার্জ ২১ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করার সুপারিশ করেছে। এছাড়াও NPCI ক্যাশ লেনদেনের জন্য ATM (Automated Teller Machine) ইন্টারচেঞ্জ ফি ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করার সুপারিশ করেছে। আসলে অন্য ব্যাঙ্কের ATM থেকে লিমিটের বেশি টাকা তোলার জন্য ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয়। অর্থাৎ, এটি হল ATM পরিষেবা ব্যবহার করার জন্য এক ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে প্রদান করা ফি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতের কেরিয়ারে ফুলস্টপ? কে হবেন অধিনায়ক? সামনে এল বড় আপডেট
ATM পরিচালনার খরচ বৃদ্ধি পাচ্ছে: রিপোর্টে বলা হয়েছে, গত ২ বছরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ঋণ নেওয়ার খরচ ১.৫ থেকে ২ শতাংশ হারে বৃদ্ধি সহ পরিবহণের উচ্চ ব্যয়, ক্যাশ রিপ্লেনিশমেন্ট এবং ব্যয়ের কারণে নন-মেট্রো শহরগুলিতে ATM (Automated Teller Machine) পরিচালনার ব্যয় দ্রুত বাড়ছে।
আরও পড়ুন: নতুন দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন রতন টাটার “বন্ধু” শান্তনু! লিখলেন মনের কথা, জানলে চোখ ভিজবে আপনারও
উল্লেখ্য যে, রিপোর্ট অনুসারে, ব্যাঙ্ক এবং হোয়াইট-লেবেল ATM (Automated Teller Machine) অপারেটররা মেট্রো এবং নন-মেট্রো শহরগুলিতে ফি বাড়ানোর জন্য NPCI-এর সুপারিশের সাথে সহমত জানিয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং NPCI এই বিষয়ে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া জানায়নি।