কলকাতার রাস্তায় পুরোনো গাড়ি ধরতে এসে গেল অটোম্যাটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: শহর কলকাতায় এখনও ঘুরে বেড়াচ্ছে পুরোনো বানিজ্যিক গাড়ি। এবার সেই গাড়িগুলোকে ধরতে নতুন ব্যবস্থা নিচ্ছে সরকার ।যেসব গাড়ির বয়স পনেরো বছরের বেশি, তাদের ধরতে শহরের বিভিন্ন প্রান্তে বসেছে অটোম্যাটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরা। গাড়ির নম্বরই পুলিসকে জানিয়ে দেবে গাড়ির বয়স কত। পুরনো হলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ।হাইকোর্টের নির্দেশে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল হওয়ার কথা। কিন্তু আদালতের এই নির্দেশ অমান্য করেই কলকাতার রাস্তায় চলছে হাজার হাজার পুরনো গাড়ি।

IMG 20190824 121846

বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার দুদিকেই রয়েছে এই প্রকার ছোট ছোট ক্যামেরা যার সাহায্যেই পুরনো গাড়ি ধরা হয়।এর সামনে এলে কোনও গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে রাখবে ওই কামেরা। সেই নম্বর চলে যাবে সার্ভারে। স্বয়ংক্রিয়ভাবে সেটি যাচাই হবে। যেসব গাড়ি পুরনো সেটি চিহ্নিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরপর সেইসব গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

 

 


সম্পর্কিত খবর