টোকিও প্যারালিম্পিকসে জয়জয়কার ভারতের, শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী, ডিসকাসে রুপো যোগেশের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ভাবিনা এবং নিশাদের রৌপ্য পদক জয়ের পর ডিসকাসে ব্রোঞ্জ পদক দিয়ে দিন শেষ করেছিলেন বিনোদ কুমার। আজ সকালে সূর্যোদয়ের দেশ থেকে ভারতকে এক সোনার দিন উপহার দিলেন অবনী লেহরকা। প্যারালিম্পিকসের প্রথম মহিলা শুটার হিসেবে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে নিলেন তিনি। অলিম্পিকসে জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া, এবার ফের টোকিও থেকে সোনার পদকের লক্ষ্যভেদ করলেন অবনী।

শুধু তাই নয়, একইসঙ্গে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। মাত্র ১৯ বছর বয়স। কিন্তু যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করার পর সেই চাপে মোটেও ভেঙে পড়েননি অবনী। বরং ফাইনালের ফিরে এসেছেন দুরন্ত ভাবে। গড়েছেন ইতিহাস। ফাইনালে এদিন তিনি স্কোর করেন ২৪৯.৬। এতদিন এই বিশ্বরেকর্ড ছিল ইউক্রেনের ইরিনা শেটনিকের দখলে। তাকে পেরোতে না পারলেও আজ তারই সঙ্গে এক আসনে জায়গা করে নিলেন অবনী।

ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “অসাধারণ প্রদর্শন অবনী লেহরকা। তোমার কঠিন পরিশ্রম শ্যুটিংয়ের প্রতি আবেগের কারণেই এমন একটি অর্জন সম্ভব হয়েছে, সত্যি যোগ্য হিসেবে সোনা জয়ের অভিনন্দন। ভারতীয় খেলাধুলার জন্য এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত। তোমার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভ কামনা।” একইসঙ্গে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকেও।

শুধু অবনী নয়, রৌপ্য পদক জয় করে ভারতকে গর্বিত করেছেন যোগেশ কাঠুনিয়াও। ডিসকাস থ্রো(৫৬) বিভাগে ৪৪.৩৮ মিটার ছুড়ে রুপো পেলেন তিনি।

একইসঙ্গে জ্যাভলিনেও ফের একবার কামাল করলো ভারত। এই বিভাগের রুপো জিতে নিয়েছেন দেবেন্দ্র ঝাঝরিয়া। শুধু তাই নয় ব্রোঞ্জও পেয়েছেন ভারতেরই সুন্দর সিং গুর্জর। সব মিলিয়ে ভারতের জন্য প্যারালিম্পিকসের শুরুর দিনগুলো যে দুর্দান্ত হয়ে উঠেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

X