বিশ্বকাপের মাঝেই আচমকাই ভারতে ফিরল IPL-এ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠা এই বোলার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও মাত্র একটিই ম্যাচ খেলেছে ভারত। বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় দলের ক্যাম্প ছেড়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল ৪ নেট বোলারকে। মূলত ঘরোয়া ক্রিকেটে যাতে তারা খেলার সুযোগ পান সেই কারণেই এই নির্দেশ দিয়েছিল বিসিসিআই। তবে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছিল চারজন জোরে বোলারকে। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী দিনে প্রস্তুতির জন্য জোরে বোলারদের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির।

তবে এবার আরেক তারকা জোরে বোলারকে ভারতে ফেরাল বিসিসিআই। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন আবেশ খান। ১৪০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে বল করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। একইসঙ্গে আইপিএলের উইকেট শিকারীদের তালিকাতেও দ্বিতীয় স্থানে ছিলেন দিল্লির এই তরুণ বোলার।

   

এবার আইপিএলে ৩২ টি উইকেট শিকার করে পার্পেল ক্যাপ ছিনিয়ে নেন আরসিবির হর্ষল প্যাটেল। তালিকায় তার ঠিক পরেই স্থান ছিল আবেশের। ১৫ টি ম্যাচে ১৮.৭৫ গড়ে এবং ৭.৩৭ ইকোনমি রেটে ২৪ টি উইকেট দখল করেছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাকে নেট বোলার হিসেবে ধরে ডাক দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু হঠাৎই কেন তাকে ফিরিয়ে নেওয়া হল সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Avesh Khans Insta story

আবেশ খান ২৮ নভেম্বর সকালে তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানিয়েছেন যে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দিল্লিতে ফিরছেন। ফিরে আসার কারণ উল্লেখ করেননি তিনিও। তবে মূলত ঘরোয়া ক্রিকেটে যাতে নিজেদের প্রতিভাকে প্রমাণ করতে পারেন তরুণ ক্রিকেটাররা, সেই জন্যই তাদেরকে দেশে ফেরার নির্দেশ দিচ্ছে বিসিসিআই। এখন আগামী সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আবেশের বোলিং দেখা যায় কিনা সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর