বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে উঠতে মরিয়া। সেই কারণেই রাজ্যের শাসক দল একাধিক প্রতিবেশী রাজ্যে অংশ নিচ্ছে নির্বাচনে। মেঘালয়ে বিধানসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। তার আগে ঘাসফুল শিবির পাখির চোখ করেছে উত্তর-পূর্বের এই রাজ্যকে।
তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) ফের আজ মেঘালয় যাচ্ছেন প্রচারে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল ত্রিপুরার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল। এবার টার্গেট মেঘালয়।
জানা গিয়েছে, তৃণমূল নেত্রী আজ সভা করবেন তুরা লোকসভার অন্তর্গত রাজাবেলায় তৃণমূল প্রার্থীর সমর্থনে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার মেঘালয়ে প্রচার সেরেছেন। জোড়া ফুল শিবির নির্বাচনের আগে শেষ মুহূর্তে এই রাজ্যে প্রচারে ঝড় তুলতে চায়। তাই আজ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক যাচ্ছেন মেঘালয়ে প্রচারে।
বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়ে তৃণমূল কংগ্রেস মেঘালয়ে নির্বাচনে লড়াই করছে। এগুলির মধ্যে রয়েছে, সামাজিক প্রকল্পের প্রসার, প্রত্যেকটি ঘরে খাদ্য সরবরাহ সুনিশ্চিত করা, যথাযথভাবে বিক্রির ব্যবস্থা করা কৃষিজাত পণ্যের, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, মহিলা ও শিশুদের জন্য হাসপাতাল ও নতুন মেডিকেল কলেজ তৈরি, প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়া, স্বাস্থ্য সাথীর ধাঁচে প্রত্যেক মেঘালয়বাসীকে স্বাস্থ্য বীমার সুবিধা, মিউজিক, স্পোর্টস, হেরিটেজ এর জন্য ব্লক লেভেলে কাজ করা, পর্যটন ক্ষেত্রে জোয়ার আনা, যথাযথভাবে ঐতিহাসিক স্থান ও ধর্মীয় স্থান সংরক্ষণ করা। এছাড়াও তৃণমূল জোর দিয়েছে অসম – মেঘালয় সীমানা সমস্যা মেটানোর উপর। We card, MYE card চালু করাও লক্ষ্য তাদের।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মেঘালয় ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে। এই প্রসঙ্গে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এটা কোনও বই নয়। এখানে শুধু দশটি পয়েন্ট লিখে রাখা আছে। এগুলি আমাদের অঙ্গীকার। আমরা করেই দেখাবো এটা। আমরা সাধারণ মানুষের কথা শুনেই কাজ করব। আমরা এমন কোনও কাজ করবো না যা মানুষের স্বার্থ বিরোধী হবে।”