‘হয় কন্ট্রাক্টরি করুন নয়তো তৃণমূল, দুটো একসাথে নয়’, কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ এদিন হলদিয়ায় শ্রমিক সমাবেশে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সম্প্রতি গোটা এলাকায় ঠিকাদার প্রসঙ্গ যে তাঁর নজরে রয়েছে, তা তিনি নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন। নিচু তলার তৃণমূল কর্মীদের আশ্বস্ত করার পাশাপাশি এদিন অভিষেক ঠিকাদারদের বিরুদ্ধে একপ্রকার কড়া হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, প্রোমোটারদের দাদাগিরি বিগত শতকের গোড়া থেকেই চলে আসছে এবং তৎকালীন সময়ে সিপিএমের সরকার থেকে অপসারিত হওয়ার অন্যতম কারণ এই ঠিকাদারি দাপট ছিল বলেই মনে করে রাজনৈতিক মহল। বর্তমানে সিপিএম শাসনকাল শেষ হয়ে তৃণমূল কংগ্রেসের হাতে বাংলার ক্ষমতা আসলেও সম্পূর্ণভাবে উৎখাত করা যায়নি এই প্রসঙ্গটি আর সেই কারণেই এদিন এক প্রকার ক্ষোভ উগরে দিতে দেখা যায় অভিষেককে। শ্রমিক সমাবেশে তিনি স্পষ্ট বলেন, “হয় কন্ট্রাক্টরি করুন, নয়তো তৃণমূল দল করুন। দুটো একসাথে করা যাবে না।”

বিশেষজ্ঞদের মতে, বাম আমলে প্রোমোটার রাজ প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অনেকাংশে দায়ী ছিল তৎকালীন নেতা লক্ষ্মণ শেঠ আর এই মুহূর্তে দাঁড়িয়েও সেই রাজ বন্ধ করা সম্ভব হয়নি। তবে এদিন শ্রমিক সমাবেশ থেকে অভিষেক জানান, “হলদিয়া পৌরসভা নির্বাচনে আমরা কোন কন্ট্রাক্টরকে তৃণমূলের প্রার্থী করবো না।” এছাড়াও শ্রমিকদের ভিতরে জমে থাকা ক্ষোভকে শান্ত করার জন্য এদিন আসরে নামেন অভিষেক।

উল্লেখ্য, হলদিয়ায় শ্রমিকদের অভিযোগ তাদেরকে 12 ঘণ্টা ধরে কাজ করিয়েও মজুরি দেওয়া হয় মাত্র 8 ঘণ্টার আর সেই বিষয়কে সামনে এনে এদিন ঠিকাদারদের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। এদিন প্রকাশ্য জন সমাবেশে অভিষেকের মন্তব্যকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হলদিয়ার বুকে যেভাবে মানুষদের মনে প্রোমোটার রাজ নিয়ে ক্ষোভ সৃষ্টি হচ্ছিল, এদিন অভিষেকের বক্তব্য সেটিকে বেশ কিছুটা শান্ত করবে বলেই মত তাদের।

Sayan Das

সম্পর্কিত খবর