বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের পর থেকেই বাংলার বাইরে একাধিক রাজ্যে ক্রমশ দলের বিস্তার ঘটাতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। অসম, গোয়া সহ ত্রিপুরাতেও ক্রমাগত নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে তৃণমূল নেতৃত্ব। আর কয়েকদিন পরেই ত্রিপুরার চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর সেখানে ভালো ফল করার লক্ষ্যে প্রচারের ঝাঁঝ বাড়িয়ে চলেছে তারা। সম্প্রতি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার কয়েক দিনের মধ্যেই এদিন পুনরায় একবার ত্রিপুরা রাজ্যে পৌঁছে যান অভিষেক।
ত্রিপুরা থেকে এদিন প্রচারে বিজেপিকে একহাত নেন তৃণমূল নেতা। বক্তৃতা দিতে উঠে তাঁর দাবি, “সুরমায় বিজেপিকে হারান। কথা দিয়ে যাচ্ছি, পেট্রোল-ডিজেলের দাম কমবে। আমরা বাংলায় বিজেপিকে হারানোর পর জ্বালানির দাম কমাতে বাধ্য হয় তারা।”
উল্লেখ্য, ত্রিপুরায় মাত্র কয়েক মাসের প্রচারে বেশ সাড়া ফেলে দিয়েছে তৃণমূল দল। এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বক্তৃতা দিতে উঠে বিশাল জনগণের মাঝে অভিষেক বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চোখে চোখ রেখে লড়াই করে যান। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন, বিজেপিকে সরাতে হলে তৃণমূলকে ভোট দিন। অন্য কোন দলকে ভোট দিলে তা আখেরে বিজেপিকে সাহায্য করবে।”
এদিন শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করতে থাকেন তৃণমূল নেতা। তিনি বলেন, “দিল্লির পাশাপাশি ওরা ত্রিপুরাতেও চুরি করছে। মানুষের টাকা নয়ছয় করেছে ওরা। কিন্তু এই দুর্নীতি বেশি দিন চলবে না। আমরা ত্রিপুরাতে এসে পৌঁছেছি আর তাতে ওদের ভয় আরও বেড়ে গিয়েছে।”
উপনির্বাচনের পূর্বে এদিন অভিষেক ত্রিপুরাবাসীর সামনে বাংলার মডেলকেও তুলে ধরেন। তাঁর দাবি, “ত্রিপুরায় এখন প্রকল্পগুলির পেছনে কয়েক কোটি টাকার দুর্নীতি হচ্ছে। আমাদের বাংলায় প্রতিটি ব্লকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। সেদিক থেকে ত্রিপুরা বর্তমানে অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা এখানে ক্ষমতায় আসলে সকলের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করবো। ফলে আপনারা লড়াই চালিয়ে যান। বিজেপিকে পরাজিত করতে হলে আপনাদের সকল রকম সহযোগিতা চাই।”