বাংলাহান্ট ডেস্ক : আট থেকে আশি সর্বস্তরের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় শুরু হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi)। তবে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পকে ঘিরে বহু ক্ষেত্রেই অসন্তোষ দেখা দিয়েছিল আমজনতার মনে। অতীতে একাধিকবার স্বাস্থ্য সাথী নিয়ে আমজনতার ক্ষোভ প্রকাশ পেতেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বাস্থ্য সাথী নিয়ে কড়া মনোভাব দেখালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
স্বাস্থ্য সাথী কার্ডধারী মুমূর্ষ রোগীকে যদি কোন হাসপাতাল ফিরিয়ে দেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করার সুপারিশ দিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শনিবার। সেই বৈঠকে প্রথমে তিনি স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেন। ডায়মন্ড হারবারে শনিবার প্রশাসনিক বৈঠক শেষে অভিষেক বলেন, “বেশ কিছু অভিযোগ এসেছে স্বাস্থ্য সাথী নিয়ে।”
অভিষেকের কথায়, “স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে রোগী ভর্তি করছে না কিছু হাসপাতাল। বেড দিতে চাইছে না মুমূর্ষ রোগীকেও। এই নিয়ে আমাদের প্রশাসনিক বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, যে সকল হাসপাতালের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠছে সেই সকল হাসপাতালের ম্যানেজিং বোর্ডের সাথে আমাদের প্রশাসনিক কর্তারা বৈঠক করবেন। তারা নিশ্চিত করার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা না হয়।” এরপরই অভিষেকের সংযোজন, “গোটা বাংলা জুড়েই এটা হওয়া উচিত”।
অভিষেক এদিন বলেন, “যারা বলছে মুমূর্ষু রোগীকে বেড দেব না, আইসিইউতে নেব না কিংবা যারা জরুরি চিকিৎসা পরিষেবা (immediate medical assistance) দিতে অস্বীকার করছে, তারা বর্বর কাজ করছে”। তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী রাজ্যে রেগুলেটরি বোর্ড তৈরি করেছেন। তারাও ব্যাপারটা দেখছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। তাই গোটা রাজ্য নিয়ে কথা বলার এক্তিয়ার তার নেই। তাই হয়তো তিনি তার বক্তব্যে “সুপারিশ” বা “উচিত” জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তবে তিনি শাসক দলের অন্যতম শক্তিশালী একজন নেতা। তাই তার বক্তব্য যে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা।