নাম না নিয়েই বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ অভিষেকের, বিস্ফোরক SSC মামলা নিয়েও

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের এসএসসি (SSC) এবং অন্যান্য চাকরি প্রার্থীদের প্রশ্ন নিয়ে যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হয়, তিনি নাম না নিয়েই সরাসরি কটাক্ষ করেন বিচারক (Justice) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)। তিনি সম্প্রতি তপসিয়ায় তৃণমূলের (All India Trinamool Congress) নতুন কার্যালয়ের ভীত পুজোয় উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠান শেষ হওয়ায় পর তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগড়ে দিতে থাকেন।

নাম না করে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন যে, বিচার ব্যবস্থার মধ্যে এমন কেউ কেউ আছেন যাঁরা মিডিয়া বা সংবাদ মাধ্যমের সামনে এসে চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাঁরা নিজের একটা ভালো ভাবমূর্তি তৈরী করার চেষ্টা করেন। আর এরম চলতে থাকলে এসএসসি প্রার্থীরা কোনোদিন চাকরি পাবেন না বা সুদিন আসবে না।

abhishek

প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দোপাধ্যায়কে এসএসসি চাকরি প্রার্থীদের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, তিনি তাঁদের সাথে মিটিং করেছেন। কিন্তু এখন সবকিছুই বিচার ব্যবস্থার হাতে। এসএসসি-র চেয়ারম্যান নিজের বক্তব্যও জানিয়েছেন। পার্টির পক্ষ থেকে তাঁর যতটা করা বা বলা সম্ভব তিনি করার চেষ্টা করেছেন। সকলেই চান যাঁরা সত্যিই এই চাকরির যোগ্য তাঁরা যেন চাকরি পান। তবে কিছু কিছু মানুষ এখন মিডিয়ার মাধ্যমে এতটাই বিখ্যাত হয়ে যাচ্ছেন যে, তাঁদের সময়ই নেই এইসব দেখার। তিনি আরও বলেন যে, বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষ না হয় চাকরি পাওয়া মুশকিল। আইন ব্যবস্থা নিজেদের নিরপেক্ষ রেখে যোগ্য প্রার্থীদের চাকরি দিকে, এটাই তাঁর ইচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর