ক্রপ টপ হট প‍্যান্ট পরে ইংরেজি গানের তালে কোমর দোলালেন অভনীত, নিমেষে ভাইরাল সেক্সি নাচের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম অভনীত কউর (avneet kaur)। মাত্র ১৮ বছরেই দর্শকমনে নিজের স্থান পাকা করে ফেলেছেন তিনি। অভনীতের ফ‍্যানবেস দেখার মতো। এই কম বয়সেও হিন্দি ধারাবাহিকের জগতে বেশ দাপিয়ে অভিনয় করছেন অভনীত।
শুধু অভিনয় নয়, নাচেও একই রকম পারদর্শী অভনীত। আসলে তাঁর জনপ্রিয়তা পাওয়াই নাচের মাধ‍্যমে। জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টারসে অংশগ্রহণ করেছিলেন ছোট্ট অভনীত।

IMG 20200811 174208
তারপর ডান্স কে সুপারস্টারসেও দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই খ‍্যাতি। তারপর অভিনয় ছগতে পা দেন অভনীত কউর। তাঁর প্রথম ধারাবাহিক ‘মেরি মা’। তারপর ‘টেরে হ‍্যায় পর তেরে মেরে হ‍্যায়’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।

https://www.instagram.com/p/CDESZEAJGYo/?igshid=cuxb58ieumgn

রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন অভনীত। সেটাই তাঁর বলিউডে ডেডিউ ছবি। এছাড়া বেশ কিছু টিভি শোও করেছেন তিনি।
সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভনীত। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি। ১১.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাতে।

https://www.instagram.com/p/CDi0ZLnJs_M/?igshid=5q38kt2wyne9

অভনীতের ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি মারলেই বোঝা যাবে সেলফি তুলতে বেশ পছন্দ করেন তিনি। স্টাইল স্টেটমেন্টেও তাবড় সেলেবদের টেক্কা দিতে পারেন অষ্টাদশী অভনীত কউর। ক‍্যাজুয়াল হোক বা ওয়েস্টার্ন বা দেশি, সবেতেই নজর কাড়েন তিনি।

https://www.instagram.com/tv/CDszvJ3JxqD/?igshid=1abuw3yih7osw

 

সম্প্রতি একটি নাচের ভিডিও শেয়ার করেছেন অভনীত। তাঁর সেক্সি নাচের মুভস দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অভিনয়ের পাশাপাশি নাচেও যে তিনি বেশ পারদর্শী তারই প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওতে।

https://www.instagram.com/p/CDlwBJJJ9oS/?igshid=7hnnsfqbztpg

অবশ‍্য এটা প্রথম নয়, মাঝে মাঝেই নানান নাচের ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। টিকটকে তিনি বেশ জনপ্রিয় তারকা ছিলেন। এখন টিকটক বন্ধ হয়ে যাওয়ায়  ইনস্টাগ্রাম রিলএ মেতেছেন অভনীত।

Niranjana Nag

সম্পর্কিত খবর