বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভনীত কউর (avneet kaur)। মাত্র ১৮ বছরেই দর্শকমনে নিজের স্থান পাকা করে ফেলেছেন তিনি। অভনীতের ফ্যানবেস দেখার মতো। এই কম বয়সেও হিন্দি ধারাবাহিকের জগতে বেশ দাপিয়ে অভিনয় করছেন অভনীত।
শুধু অভিনয় নয়, নাচেও একই রকম পারদর্শী অভনীত। আসলে তাঁর জনপ্রিয়তা পাওয়াই নাচের মাধ্যমে। জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টারসে অংশগ্রহণ করেছিলেন ছোট্ট অভনীত।
তারপর ডান্স কে সুপারস্টারসেও দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই খ্যাতি। তারপর অভিনয় ছগতে পা দেন অভনীত কউর। তাঁর প্রথম ধারাবাহিক ‘মেরি মা’। তারপর ‘টেরে হ্যায় পর তেরে মেরে হ্যায়’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।
রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন অভনীত। সেটাই তাঁর বলিউডে ডেডিউ ছবি। এছাড়া বেশ কিছু টিভি শোও করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভনীত। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি। ১১.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাতে।
অভনীতের ইনস্টা হ্যান্ডেলে উঁকি মারলেই বোঝা যাবে সেলফি তুলতে বেশ পছন্দ করেন তিনি। স্টাইল স্টেটমেন্টেও তাবড় সেলেবদের টেক্কা দিতে পারেন অষ্টাদশী অভনীত কউর। ক্যাজুয়াল হোক বা ওয়েস্টার্ন বা দেশি, সবেতেই নজর কাড়েন তিনি।
সম্প্রতি একটি ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন অভনীত। আলাদিন: নাম তো শুনা হি হোগা নামে ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। কিন্তু সেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গিয়েছে, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যই এমন সিদ্ধান্ত অভনীতের।