শনিবার এড়িয়ে চলুন এই সমস্ত কাজ, বাঁচতে পারবেন শনি দেবের রোষানলের হাত থেকে

   

বাংলাহান্ট ডেস্কঃ দেবতা শনি (Shani) হলেন দেব সূর্য এবং মাতা ছায়ার পুত্র। এই জগত সংসারে শনি দেবকে সকলেই সামলে চলেন। সকলেই বলেন শনির দৃষ্টি একবার কারো উপর পড়লে, সহজে তা থেকে মুক্তি পাওয়া যায় না। শনি দেবকে তুষ্ট রাখতে আমরা কত কি না পালন করি।

03 10 2020 shanidev puja on saturday 20823867 1

প্রত্যকে শনিবার সারাদিন উপোষ থেকে সন্ধ্যায় মন্দিরে গিয়ে শনি দেবের নিমিত্তে পুজো অর্পন করেন। সংসারের মঙ্গল কামনা এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে হিন্দু মহিলারা শনি দেবের পূজা করে থাকেন। তবে শনি দেবকে সন্তুষ্ট করতে যেমন বিভিন্ন নিয়ম কানুন পালন করতে হয়, তেমনই এমন কিছু কাজ আছে যা শনিবার না করাই শ্রেয়।

mustard oil benefits uses side effects

সর্ষের তেলঃ রান্নাঘরে যদি সর্ষের তেল বাড়ন্ত থাকে, তাহলে প্রয়োজনে সেদ্ধ ফুটিয়ে খাবেন। তাও শনিবার সর্ষের তেল কিনবেন না। এমনকি সর্ষেও কিনবেন না।

black pepper 5b77ac7d87cbb

গোলমরিচঃ গোলমরিচ শেষ হয়ে গেলে কখনই শনিবারে কিনতে যাবেন না। দরকার হলে গোলমরিচ ছাড়াই খাবার খাবেন।

j v svdhb

নুনঃ সপ্তাহের আর যে কোন দিন নুন কিনতে যান না কেন, শনিবার দিনটা অন্তত নুন কিনতে না যাওয়াই শ্রেয়।
জুতো বা কালো জামাঃ অনেকেই আছেন যারা কালো রং খুব পছন্দ করেন। তবে সেক্ষেত্রে কালো রঙের কোন নতুন জিনিস কেনার আগে মাথায় রাখবেন শনিবার দিন কখনই শুভ হবে না আপনার জন্য।

edited nuts 1577888267270

বাদামঃ শনিবার দিন বাদামও কিনতে নেই। তবে ঘরে থাকলে খেতেই পারেন।

cbbsdjbgy

বেগুনঃ শনি মঙ্গলবার বেগুন পুড়িয়ে খাওয়ার রীতি রয়েছে। তবে শনিবার কখনই বেগুন কিনবেন না। খেতে হলে, আগে থাকতে কিনে রাখুন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর