ভেঙেই গেল I.N.D.I.A জোট! ‘কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই, একাই লড়ব’, সাফ জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট (Loksabha Election) আসতে এখনও হাতে কিছুদিন। শোনা যাচ্ছিল এবার ভোটে হবে এনডিএ ভার্সাস ইন্ডিয়া। তবে সেই বিরোধী মহা জোটেই ভাঙ্গনের ইঙ্গিত। লোকসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) সঙ্গে নয়, একাই লড়বে তৃণমূল (Trinamool)। সাফ জানিয়ে দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই স্পষ্ট বার্তা মমতার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। কোনও আলোচনা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে! অ্যাবসোলিউটলি মিথ্যা কথা!’’ কিন্তু কোন কথাকে মিথ্যা বললেন মমতা?

প্রসঙ্গত, মঙ্গলবার গুয়াহাটি থেকে রাহুল গান্ধী বলেছিলেন, ‘‘আমাদের (কংগ্রেস-তৃণমূলের) যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া চলছে। এখনই সেই বিষয়ে কোনও মন্তব্য করব না।’’ পাশাপাশি রাহুল বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক খুবই ভাল। কিছু ক্ষেত্রে এই রকম হয়। আমাদের কেউ কিছু বলেন। ওদের কেউ কিছু বলেন। কিন্তু সে সব এতে (আসন বোঝাপড়ায়) বাধা হবে না।’’

এরপরই বুধবার কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী। এদিন বর্ধমান যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই তিনি জানান আজই রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রা কোচবিহার হয়ে বাংলায় ঢুকবে। অথচ কংগ্রেসের তরফে তৃণমূলকে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

tnie import 2021 5 2 original mamata banerjee ptifd

মমতার কথায়, “এই যে আমাদের রাজ্যে আসছে, আমাকে তো এক বারও বলেনি! আগেই একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই যে রাহুলের যাত্রা বাংলায় আসছে, INDIA জোটের সঙ্গী হিসেবে আমাদের জানায়নি।”

আরও পড়ুন: ভাঙা হল আলমারির তালা, রান্নাঘরেও তল্লাশি! শাহজাহানের বাড়ি থেকে কী উদ্ধার করল ED?

মমতা এও বলেন, “জোট কারও একার নয়। আঞ্চলিক দলগুলো সব একসঙ্গে থাকব। আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কী সিদ্ধান্ত নেব, তা ভোটের পরেই ঠিক করব। আমি তো ওদের (কংগ্রেসকে) বলেছিলাম একাই ৩০০ আসনে লড়তে। বাকিটা আমরা সকলে মিলে লড়তাম।” অর্থাৎ মমতার মন্তব্যে স্পষ্ট যে, বিরোধী মহা জোট ‘ইন্ডিয়া’র ভেতরেও আবার এক দিকে তিনি রাখছেন কংগ্রেসকে আর অন্য দিকে রাখছেন সমস্ত আঞ্চলিক দলগুলিকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর