বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে বাংলায় কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনার (Awas Yojana) টাকা বন্ধ দেওয়া বন্ধ রেখেছে মোদি সরকার। তাই কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ তুলে গত বছরের শেষের দিক থেকেই নিজস্ব কোষাগার থেকে টাকা বরাদ্দ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাড়ি তৈরির জন্য ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
আবাস প্রকল্পে (Awas Yojana) কাটমানি নেওয়ার অভিযোগ BJP-র পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
আবাস প্রকল্পে অনিয়ম ঠেকাতে শুরু থেকেই মরিয়া রাজ্যের শাসক দল। এরইমধ্যে এবার আবাস যোজনায় (Awas Yojana) বাড়ি তৈরির জন্য কাঠমানি নেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দল বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ প্রথম দফায় ২০ হাজার টাকা নেওয়ার পর বিজেপির ওই সদস্য আরও ১০ হাজার টাকা দাবী করেছেন। জানা যাচ্ছে, বাড়তি টাকা চাওয়ার প্রতিবাদ করায় ওই উপভোক্তার ছেলেকে মারধোর করারও অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) জেলার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীনগর গ্রামে। শান্তি চৌধুরী নামে ওই এলাকার এক বাসিন্দাকে আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী।
অভিযোগ সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তিনি ২০ হাজার টাকা ঘুষ নেন। এরপর নাকি তিনি আরও ১০ হাজার টাকা দাবী করেন।মঙ্গলবার বিকেলে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার প্রতিবাদ করেন শান্তি চৌধুরীর ছেলে সরিয়ান চৌধুরী। এরপরেই বিজেপির পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী দলবল নিয়ে আচমকা তাঁর ওপরে চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: এই ভাবে প্রতারণা? চরম ক্ষুব্ধ হাইকোর্ট, ৬ মাসের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি
জানা যাচ্ছে,আহত সরিয়ান চৌধুরীকে বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে হবিবপুর থানায় অভিযুক্ত বিজেপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী সরিয়ান চৌধুরী জানিয়েছেন, বিজেপির ঐ পঞ্চায়েত সদস্যকে তিনি ছাগল বিক্রি করে অগ্রিম ২০ হাজার টাকা কাটমানি দিয়েছিলেন। তারপর আবাস প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর তিনি আবার ১০ হাজার টাকা চাইছেন। এরপর তিনি প্রতিবাদ করলে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন নাকি তাঁকে ব্যাপক মারধোর করেন বলে অভিযোগ।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী। অন্যদিকে তৃণমূলের হবিবপুর ব্লক সভাপতি কিষ্টু মুর্ম্মু জানিয়েছেন, ‘বিজেপির এই তোলাবাজির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ কি ব্যবস্থা নেয় এবার সেটাই দেখার।’