বড় চমক রাজ্যের! বাংলার বাড়ির ১২ লক্ষ উপভোক্তার জন্য নেওয়া হল বিরাট সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ কথা রেখেছেন মমতা। ইতিমধ্যেই বাংলার বাড়ি (Awas Yojana) প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। এরই মাঝে আরও এক সুখবর দিল রাজ্য। বাংলার বাড়ি প্রকল্পে প্রাপ্যকদের জন্য সামনে বড় আপডেট।

বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত- Awas Yojana

বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা সম্পূর্ণ বাড়িই তৈরি করতে পারবেন। উপভোক্তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে বাধা নেই। দ্বিতীয় কিস্তির টাকা সময় মত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রমাণপত্রও ছবি তুলে দেওয়া হবে।

আবাস নিয়ে নয়া নির্দেশ ইতিমধ্যেই পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আগে বলা হয়েছিল সেই টাকায় লিনটন পর্যন্ত কাজ করতে হবে প্রথম পর্যায়ে।

এবার পঞ্চায়েত দফতরের তরফে বলা হল, যদি কোনো উপভোক্তা সম্পূর্ণ বাড়ি শেষ করতে চায় তাহলেও তিনি করতে পারেন। দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া হবে সেই সময় তারা টাকা পেয়ে যাবেন। আগে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই সকলের কাছে আমরা টাকা পৌঁছে দেব।

awas yojana

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জের! আজ তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গ! ঝড়বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

প্রসঙ্গত, বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তালিকায় আবাস যোজনাও। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য নিজেই বাংলার ২৮ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রেখে ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য। বাকি টাকাও কিস্তিতে পাঠানো হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর