বাংলার বাড়িতে এবার বিরাট চমক মমতার, হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সাহায্য না করায় একা রাজ্য সরকার একার বলেই বাংলার মানুষকে মাথার উপর ছাদ গড়ে দিচ্ছে (Awas Yojana)। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। জোর কদমে চলছে কাজ। এবার এই বাংলার বাড়ি নিয়েই আরও বড় সুখবর। আবাস যোজনার বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জবকার্ড হোল্ডারদের। সিদ্ধান্ত রাজ্যের। (West Bengal Government)

বাংলার বাড়িতে নয়া চমক-Awas Yojana

সূত্রের খবর, কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জবকার্ড হোল্ডারদের (Job Card Holders) বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হবে। এই পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনায় ১ লক্ষ ৪১ হাজার বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। সেই প্রত্যেকটি বাড়ি পিছু একজন জবকার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় জবকার্ড হোল্ডারের সংখ্যা দুই লক্ষেরও বেশি। সকলে অবশ্য সুযোগ পাবেন না। পরিবার পিছু একজনকেই কাজের বরাত দেওয়া হবে। ব্লক প্রশাসন সেই তালিকা তৈরি করবে। প্রসঙ্গত, এর আগেও জবকার্ড হোল্ডারদের কাজের সুযোগ করে দিয়েছে রাজ্য। পথশ্রী প্রকল্পেও তাদের নিয়োগ করা হয়েছিল।

Awas Yojana

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে খারাপ খবর! কি জানাচ্ছেন চিকিৎসকরা?

WhatsApp Image 2025 01 24 at 14.19.17

একাধিক বিষয় নিয়ে মতবিরোধ পাশাপাশি ‘দুর্নীতির’ অভিযোগ তুলে বাংলায় ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। যার জেরে এক ধাক্কায় কাজ হারান গ্রামের বহু মানুষ। এরপরই তাদের কথা ভেবে কর্মশ্রী প্রকল্প চালু করে রাজ্য। এর মাধ্যমে পঞ্চাশ দিন পর্যন্ত কাজের সুযোগ করে দেওয়া হয়। এবার জবকার্ড হোল্ডারদের বাংলার বাড়ি প্রকল্পে নিয়োগ করার সিদ্ধান্তে উপার্জনের নতুন দিশা খুলে গেল তাদের জন্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর