তুমুল কড়াকড়ি! আবাসের কাজ নিয়ে ফের নয়া নির্দেশ নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি ‘আবাস’ যোজনা (Awas Yojana) প্রকল্পে গত বছরের শেষের দিকে মোট ১২ লক্ষ্য উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছে রাজ্যের শাসক দল। তার মাঝেই অতিক্রান্ত হয়েছে দেড় মাস। এরই মধ্যে জানানো হয়েছে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ। তবে  প্রথম কিস্তির টাকা পাওয়ার পর, কাজের অগ্রগতি দেখেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর প্রথম পর্বের টাকা পাওয়ার পর কাজের অগ্রগতি কতদূর, এবার তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা এবং মহাকুমা প্রশাসনকে।

আবাসের (Awas Yojana) কাজ নিয়ে বিরাট কড়া নবান্ন

পঞ্চায়েত দফতরের তরফে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান, এবার তা নিশ্চিত করতে হবে। একইসাথে বলা হয়েছে, মে মাসের মধ্যে যাতে প্রথম দফার কাজ শেষ হয়, তা-ও সুনিশ্চিত করতে হবে। কারণ, জুন মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। জানা যাচ্ছে, প্রথম কিস্তিতে আবাসের (Awas Yojana) টাকা দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে মোট ৭,২০০ কোটি টাকা।

উপভোক্তাদের বাড়ি তৈরী করে দেওয়ার নাম করে কোথাও যাতে কোনো অনিয়ম না হয় তা রুখতে শুরু থেকেই সক্রিয় রাজ্য সরকার। এপ্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক কর্তা জানিয়েছেন, ‘কেন্দ্রীয় প্রকল্প হলেও পুরো টাকাই দিচ্ছে রাজ্য। তাই  রাজ্য সরকার চাইছে উপভোক্তাদের মধ্যে যেন কোনও অসন্তোষ না তৈরি হয়। এই কারণেই আবাসের কাজ নিয়ে বার বার রিপোর্ট চেয়ে তা নিশ্চিত করা হচ্ছে।’ আগেও পঞ্চায়েত দফতরের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, আবাসের (Awas Yojana) বাড়ি তৈরীর নির্মাণসামগ্রী কেনার জন্য কোনো উপভোক্তাকে যেন স্থানীয় স্তরে জোরাজুরি না করা হয়। ইট-বালি-সিমেন্ট-পাথর তাঁরা পছন্দ মতো জায়গা থেকেই কিনতে পারবেন।

আরও পড়ুন: আত্মহত্যা নয় খুন হয়েছেন তিন জন! সামনে ময়নাতদন্তের রিপোর্ট, ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

প্রশাসনের ওই বার্তাকে সেসময় অনেকেই স্থানীয় স্তরের রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন উপভোক্তারা  যাতে সিন্ডিকেটের চক্করে না পড়ে সেটাই নিশ্চিত করতে চায় সরকার। আর এবার সুনির্দিষ্ট করে বলা হয়েছে, উপভোক্তারা যাতে ন্যায্যমূল্যে নির্মাণ সাগ্রী পান তা নিশ্চিত করতে হবে জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনকে।

Awas Yojana

শুধু তাই নয়, পানীয় জলের কানেকশন পেতেও যাতে কোনও অসুবিধা না হয় সেটাও দেখতে বলা হয়েছে। অর্থাৎ, বাড়ি আছে অথচ জল নেই তা যেন না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে আরও ২৮ লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে। রাজ্য বাজেটেও তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের নির্বাচনে এটাই শাসকদলের অন্যতম ‘হাতিয়ার’ হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর