সাউথ আফ্রিকা সিরিজে এই ক্রিকেটার কাড়বেন জাদেজার জায়গা, হবেন অশ্বিনের নতুন সঙ্গী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার। জাদেজা বল ও ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্যও পরিচিত। গত কয়েক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে দলের জন্য একটি বড় শক্তি। কিন্তু সম্প্রতি চোটের কবলে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন জাদেজা। এখন দলে এমন অনেক প্রতিভাবান অলরাউন্ডার রয়েছেন যারা আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে জাদেজার জায়গা নিতে প্রস্তুত।

বর্তমানে ভারতীয় দলে এমন একজন খেলোয়াড় রয়েছেন যিনি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে জাদেজার জায়গা নিতে প্রস্তুত। হ্যাঁ, এখানে আরেক বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলের কথাই বলা হচ্ছে। অক্ষর প্যাটেল ধীরে ধীরে টেস্ট দলে নিজের জায়গা শক্ত করেছেন। অক্ষর, যিনি তার প্রথম টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বল নিয়ে বড় রেকর্ড করেছিলেন, এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিস্ময়কর পারফরম্যান্স করেছেন। বলের পাশাপাশি ব্যাট হাতেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।

Axar 1720x900

একই সঙ্গে, অক্ষর প্যাটেল আগামী সময়ে রবীন্দ্র জাদেজার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠার ক্ষমতা রাখেন। জাদেজা তিনটি ফরম্যাটেই ভারতের হয়ে খেলেন এবং এমন পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড় অতিরিক্ত কাজের চাপে অনেকবার ক্লান্ত হয়ে পড়েন। টি টোয়েন্টি বিশ্বকাপেও অনেকে বলে থাকেন এটাই হয়েছিল গোটা ভারতীয় দলের সাথে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও বল ও ব্যাট হাতে ফ্লপ হয়েছিলেন জাদেজা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ছন্দেই ছিলেন তিনি। কিন্তু যেহেতু দক্ষিণ আফ্রিকায় তিনজন স্পিনার খেলানো সম্ভব নয়, তাই অশ্বিনের সঙ্গে অক্ষরের পারফরম্যান্স দেখে তাকেই হয়তো দক্ষিণ আফ্রিকা সিরিজে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

ভারতীয় দল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চতুর্থ দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ফলে জয়লাভ করেছে। ভারতীয় খেলোয়াড়রা ওয়াংখেড়েতে কানপুর টেস্টের মতো ভুল করেনি। আর এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন অক্ষর।

Reetabrata Deb

সম্পর্কিত খবর