বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ব্যক্তিগত জীবনে এবং ২২ গজে অত্যন্ত ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। কিছুদিন আগেই নিজের বিবাহ সম্পন্ন করেছেন নিজের প্রেমিকা মেহার সাথে। এই মুহূর্তে তিনি ভারতীয় টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অংশ। টি-টোয়েন্টিতে অনভিজ্ঞ ভারতীয় স্কোয়াডকে সঠিক পথে পরিচালনা করার ব্যাপারেও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে মিলে বড় ভূমিকা পালন করছেন তিনি। টেস্টে অশ্বিন এবং জাদেজার মতো তারকাদের উপস্থিতিতেও ভারতীয় দলে (Team India) নিজেকে সমান গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি
এই ভালো সময়ে যাতে দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাই এবার মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন অক্ষর। নিজের স্ত্রীকে সাথে নিয়েই মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতিতে সামিল হয়েছিলেন তিনি। তার এই যজ্ঞে উপস্থিত থাকার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Ujjain Indian cricketer Axar Patel along with wife Meha participated in Bhasma Aarti at Mahakal temple.@akshar2026 #aksharpatel #axarpatel #mahakal #अक्षरपटेल #महाकालेश्वर pic.twitter.com/OtFDDfIUtB
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) February 27, 2023
ভারতের তারকা ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে আধ্যাত্মিক যাত্রা করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে নৈনিতাল থেকে শুরু করে ঋষিকেশ একাধিক জায়গায় নিজের স্ত্রী অনুষ্কা শর্মাকে সাথে নিয়ে প্রার্থনা করে এসেছেন। তার ফলও যেন তিনি পেয়েছিলেন ম্যাজিকের মত। গত বছরের শেষ কয়েক মাস এবং চলতি বছরের প্রথম মাসে ব্যাট হাতে নিজের অসাধারণ ছন্দ ফিরে পেয়েছিলেন বিরাট।
মজার ব্যাপার হল ইন্দোর টেস্টের আগে অক্ষর প্যাটেল যেমন মহাকালেশ্বর মন্দিরের যাত্রা করেছিলেন তেমনি নিজের স্ত্রী আথিয়াকে সাথে নিয়ে ওই মন্দিরে গিয়েছিলেন লোকেশ রাহুলও। তাই এক ঘন্টা ওই মন্দিরে থেকে ভগবানের উপাসনা করেন রাহুল। কিন্তু নিজের চিরাচরিত স্বভাব অনুযায়ী সংবাদমাধ্যমের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি তিনি বা তার স্ত্রী আথিয়া।
তবে অক্ষরের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। ব্রম্হ মুহূর্তে তিনি ভস্ম আরতিতে সামিল হয়েছিলেন। তারপর মন্দিরের গর্ভগৃহে জলভিষেকেও সামিল হয়েছিলেন তিনি এবং তার স্ত্রী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অক্ষর জানান যে তিনি পাঁচ বছর আগেও এই মন্দিরে এসেছিলেন কিন্তু সেবার ভাষ্য আরতিতে সামিল হতে পারেননি। এরপর নিজের স্বপ্নে একাধিকবার এই ভস্ম আরতিতে সামিল হওয়ার নির্দেশ পেয়েছেন অক্ষর। অবশেষে তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে।