ধোনির ১৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে ভারতকে জেতানোর কৃতিত্ব IPL-কে দিলেন অক্ষর প্যাটেল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কালকে রাতে ভারত ওয়েস্ট ইন্ডিজের গড়া পাহাড়প্রমাণ রানের টার্গেট চেস করে দুরন্ত জয় পেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি রিশভ পন্ত যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের অনুপস্থিতিতেও ভারতীয় দলের সিরিজ জিততে অসুবিধা হয়নি। অডিও কাল ভারতের লড়াইটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ ১০ ওভারে তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ক্যারিবিয়ান বোলারদের উদ্ভাবনী ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। ফলস্বরূপ দু বল বাকি থাকতেই ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অক্ষর।

রান তাড়া করতে নেমে গিল নিজের ফর্ম বজায় রাখলেও ধাওয়ানকে নড়তে দেননি ক্যারিবিয়ান পেসাররা। প্রথম ১০ ওভারে মাত্র ৪২ রান তুলতে পারে ভারত। এরপর ধাওয়ান ৩১ বলে মাত্র ১৩ রান করে আউট হন। কিছুক্ষণ পরে ভালো খেলতে থাকা শুভমান গিলকে (৪৩) ফেরান কাইল মেয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সূর্যকুমার যাদবের অফফর্ম অব্যাহত। কিন্তু এরপর ভারতের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসন। ৯৪ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। এরপর সিরিজে নিজের দ্বিতীয় অর্ধশতরান করা শ্রেয়স ৭১ বলে ৬৩ রান করে আলঝারি জোসেফের শিকার হন। এরপর আগ্রাসী ব্যাটিং করতে থাকা সঞ্জু ৫১ বলে ৫৪ রান করে দুর্ভাগ্যবশত রান আউট হন। এটি ছিল ভারতের জার্সিতে তার প্রথম অর্ধশতরান। দীপক হুডা সেট হয়েও ৩৩ রানের বেশি করতে পারেননি। কিন্তু তারপর ভারতের ত্রাতা হয়ে দেখা দেন অক্ষর প্যাটেল। অপরদিক থেকে উইকেট পড়তে থাকলেও টেলএন্ডারদের নিয়ে ৬৪ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৫টি ছক্কা ও ৩টি চার দিয়ে। বল হাতে একটি উইকেট সহ ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং এবং ব্যাট হাতে দুর্ধর্ষ ইনিংস খেলার পুরস্কার স্বরূপ ম্যাচের সেরা তিনিই।

অক্ষর প্যাটেল কাল ৩৫ বল খেলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই সময় তিনি পাঁচটি ছক্কা মারেন যা ভারতীয় ব্যাটার যারা ৭ নম্বর বা তার নীচে ব্যাটিং করতে নামছেন এবং দলকে সফল হচ্ছেন, তাদের মধ্যে সর্বোচ্চ। এতদিন অবধি এই রেকর্ডটা ছিল মহেন্দ্র সিংহ ধোনির নামে। ২০০৫ সালে সাত নম্বরে ব্যাটিং করতে নেমে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জেতানোর সময় তিনি তিনটি ছক্কা মেরে ছিলেন, যা সফল রান তাড়া করে জয়ের ক্ষেত্রে ৭ নম্বরে নামা কোনও ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড ছিল। এরপর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ধোনির এই রেকর্ডকে স্পর্শ করেছিলেন ইউসুফ পাঠান কিন্তু টপকে যেতে পারেননি।

ম্যাচ জিতিয়ে উঠিয়ে তার এই দুর্দান্ত ইনিংসের কৃতিত্ব তিনি নিজের আইপিএলের অভিজ্ঞতাকে দিয়েছেন। শেষ ১০ ওভারে কাল ভারত কে জিততে গেলে ১০০ রান করতে হতো এবং ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। অক্ষর বলেছেন “আমি আইপিএলে অনেকবার এই রকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছি। সেই অভিজ্ঞতাকেই কাল কাজে লাগিয়ে প্রথম থেকেই আক্রমণ করা শুরু করেছে। দলকে জয় এনে দিতে পেরে ভালো লাগছে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর