দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদ পড়ছেন এই ক্রিকেটার, সিদ্ধান্ত নিলেন দ্রাবিড় এবং রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১২ই মার্চ থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ভারত প্রথম টেস্ট ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। ভারতীয় দলে প্রথম টেস্ট ম্যাচের একাদশ থেকে একজনকে এই ম্যাচের একাদশ থেকে বাদ দেবেন রোহিত শর্মা।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়তে চলেছেন ভারতের অফ স্পিনার অলরাউন্ডার জয়ন্ত যাদব। জয়ন্ত যাদবের পরিবর্তে এই টেস্ট ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত করা হবে চোট সারিয়ে ফেরা অক্ষর প্যাটেলকে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিনরাত্রির ফরম্যাটে এবং গোলাপী বলে খেলা হবে। চোট লাগার আগে ভালোই ফর্মে ছিলেন অক্ষর, চোট কাটিয়ে ফিরেও তিনি সেই ছন্দ ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

   

axarr patel

 

ভারত ২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ডে নাইট টেস্ট ম্যাচ খেলেছিল। এই টেস্ট ম্যাচে অক্ষর প্যাটেল ১১টি উইকেট নিয়েছিল এবং ইংল্যান্ড ২ দিনের মধ্যে টেস্ট ম্যাচটি হেরেছিল। টেস্ট ক্রিকেটে অক্ষর প্যাটেলের রেকর্ড খুবই ভালো। অক্ষর প্যাটেল মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলে ৩৬ টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে অক্ষর প্যাটেল ৫ বার ৫ উইকেট নিয়েছেন। এছাড়া একবার টেস্ট ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন তিনি।

jayant yadav 2

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে জয়ন্ত যাদবকে বাদ দেওয়া একপ্রকার নিশ্চিত। প্রথম ম্যাচে অশ্বিন-জাদেজার পাশে একেবারেই সাদামাটা দেখিয়েছিল জয়ন্তকে। তার বলেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রান তুলতে কোনও সমস্যাই হয়নি। উইকেট নেওয়ার ক্ষেত্রেও তিনি ব্যর্থ প্রমাণিত হয়েছেন। দলের সামগ্রিক ভালো পারফরম্যান্সে তার দোষ ত্রুটি ঢেকে দিলেও তাকে আর দলে রাখার পক্ষপাতী নন রোহিত শর্মা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর