RBI-র আদেশের পর বড়সড় ঝটকা দিল এই ব্যাঙ্কগুলি! মাথায় বাজ গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : রেপো রেট পরিবর্তনের পরে, সমস্ত ব্যাঙ্ক তাদের ঋণের হারের সঙ্গে যুক্ত MCLR বাড়াচ্ছে। সেই তালিকায় রয়েছে Axis এবং HDFC ব্যাঙ্ক। এই দুটি ব্যাঙ্কও তাদের সমস্ত টেনারদের জন্য MCLR বৃদ্ধি করেছে। ফলে, MCLR-এর সাথে যুক্ত মেয়াদী ঋণের সুদের হার বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে ঋণের ইএমআই বাড়ার সম্ভবনাও রয়েছে। ইতিমধ্যেই উভয় ব্যাঙ্কের ক্ষেত্রেই নতুন MCLR হার কার্যকর হয়েছে।

অন্যদিকে, HDFC ব্যাঙ্কের গ্রাহকরাও একটি বড় ধাক্কা পেয়েছে। এই বেসরকারি ব্যাঙ্ক তাদের হোম লোনকে আরোও ব্যয়বহুল করে তুলেছে। এর ফলে গ্রাহকদের আরোও মোটা অঙ্কের ইএমআই গুণতে হবে। বলা বাহুল্য, RBI-এর রেপো রেট বাড়ানোর পরেই এই বৃদ্ধি হয়েছে।

   

Axis Bank এর ক্ষেত্রে, 1 বছরের MCLR আগের 8.45% থেকে বেড়ে এখন 8.75% হয়েছে। যেখানে 2 বছর এবং 3 বছরের MCLR যথাক্রমে 8.55% এবং 8.60% এর তুলনায় এখন 8.85% এবং 8.90% এ দাঁড়িয়েছে। ইতিমধ্যে, ছয় মাসের MCLR 8.40% থেকে বেড়ে 8.70% হয়েছে এবং তিন মাসের MCLR আগের 8.35% থেকে বেড়ে 8.65% হয়েছে। এক মাস এবং স্বল্প মেয়াদের জন্য MCLR আগের 8.25% এর পরিবর্তে 8.55% হয়েছে। পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত এই রেট কার্যকর থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে, হোম লোনের উপর 8.65 শতাংশ সুদের হার শুধুমাত্র 800 বা তার বেশি ক্রেডিট স্কোর সহ গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। এই বছরের মে মাস থেকে HDFC তার ঋণের হার 2.25 শতাংশ বাড়িয়েছে। HDFC গত মাসে ঋণের হার বৃদ্ধির ঘোষণা করেছিল।Bank

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সমস্ত ঋণগ্রহীতা কিন্তু তাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে MCLR বৃদ্ধির সম্মুখীন হবেন না। তবে বলা বাহুল্য, গৃহঋণের সুদের হার বৃদ্ধির সাথে সাথে সব ধরনের ঋণের ক্ষেত্রেই আরোও বেশি অঙ্কের টাকা গুণতে হবে। কারণ, এই সব ক্ষেত্রে ঋণের ইএমআই অনেকটাই বেড়ে যায়। কিন্তু ব্যাঙ্কগুলি সরাসরি ইএমআই পরিমাণ বাড়ায় না। তারা ঋণের মেয়াদ বাড়িয়ে দেয়। অর্থাৎ, ব্যাঙ্কগুলি অবিলম্বে আপনার কাছ থেকে বেশি অর্থ দাবি করে না, তবে আপনার ঋণের মেয়াদ বাড়িয়ে দেয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর