বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন ঘোষণা করা হয় ব্যাঙ্কগুলির তরফে। এমতাবস্থায়, আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) বা আইসিআইসিআই ব্যাঙ্কে (ICICI Bank) থাকে, সেক্ষেত্রে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। সম্প্রতি, সরকার SUUTI-এর মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কে তার ১.৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে। এমতাবস্থায়, বর্তমানে এই ব্যাঙ্কটি সম্পূর্ণ ব্যক্তিগত হাতে চলে গেছে। OFS-এর মাধ্যমে Axis Bank-এর এই ব্লক ডিলটি গত ১০ এবং ১১ নভেম্বর সম্পন্ন হয়েছে। এদিকে, এরপরেই সুদের হার বাড়িয়ে গ্রাহকদের সুখবর দিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কটি।
নভেম্বরে দ্বিতীয়বারের মতো FD-তে সুদের হার বেড়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের তরফে নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো FD (Fixed Deposit Rate)-তে সুদের হার বাড়ানো হয়েছে। পাশাপাশি, Axis Bank-এর FD-তে উপলব্ধ নতুন সুদের হার ইতিমধ্যেই গত ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য যে, এর আগে অ্যাক্সিস ব্যাঙ্ক গত ৫ নভেম্বর FD-র সুদের হার বাড়িয়েছিল। মূলত, ব্যাঙ্কের তরফে সুদের হারের এই বৃদ্ধি ২ কোটি টাকার কম FD-তে করা হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ: অ্যাক্সিস ব্যাঙ্ক ১৫ থেকে ১৮ মাসের মধ্যে ম্যাচিওর হওয়া FD-র উপর ৬.৪০ শতাংশ সুদের হার এবং ১৮ থেকে ৩ বছরের মধ্যে FD-তে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে। এমতাবস্থায়, অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, প্রবীণ নাগরিকরা বর্তমানে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন। উল্লেখ্য যে, এর আগে আরবিএল ব্যাঙ্ক, সিএসবি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে।
ICICI ব্যাঙ্কও দিল সুখবর: এর পাশাপাশি ICICI ব্যাঙ্কও ২ কোটি টাকা পর্যন্ত FD-তে ৩০ বেসিস পয়েন্টের ভিত্তিতে সুদ বাড়িয়েছে। এমতাবস্থায়, নতুন সুদের হার গত ১৬ নভেম্বর থেকে ব্যাঙ্ক দ্বারা কার্যকর করা হয়েছে। যার ফলে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের FD-তে ব্যাঙ্কের তরফে ৬.৬০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এর আগে ICICI ব্যাঙ্ক গত ২৯ অক্টোবর সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল।
এদিকে, বর্তমান পরিবর্তনের পর, ICICI ব্যাঙ্ক ১৫ থেকে ১৮ মাসের FD-র সুদ ৬.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৪০ শতাংশ করেছে। অপরদিকে, ১৮ মাস থেকে ২৪ মাসের FD-তেও ৬.৪০ শতাংশ সুদ পাওয়া যাবে। যা আগে ছিল ৬.১৫ শতাংশ। উল্লেখ্য যে, ICICI ব্যাঙ্ক থেকে বর্তমানে সর্বনিম্ন সুদের হার হল ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার হল ৭.১০ শতাংশ।