উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য দুর্দান্ত সুযোগ! এবার ইন্টারভিউ দিলেই মিলবে Axis Bank’য়ে চাকরি

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে আমাদের দেশে বেকারত্ব অন্যতম বড় একটি সমস্যা। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী প্রতিদিন সন্ধান করছেন যোগ্য কাজের। এই আবহে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আনল অ্যাক্সিস ব্যাংক (Axis Bank Recruitment)। দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক কাজের সুযোগ নিয়ে এসেছে বেকার যুবক-যুবতীদের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন এই পদে।

অ্যাক্সিস ব্যাংকে (Axis Bank Recruitment) কর্মী নিয়োগ

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলেই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অ্যাক্সিস ব্যাংকে (Axis Bank Recruitment)। আবেদন পদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন 7439819824 / 9007526380 হেল্পলাইন নাম্বারে।এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত জেনে নেব এই প্রতিবেদনে। 

আরোও পড়ুন : রিটায়ার্ড তো কী হয়েছে! এবার মাস গেলে পেয়ে যাবেন ২ লাখ! দেখুন কীভাবে পাবেন

পদের নাম : অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়োগ (Axis Bank Recruitment) করতে চলেছে Customer Service Officer, Office Assistant, Data Entry Operator পদগুলিতে।

শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। এছাড়াও উচ্চশিক্ষিতরাও আবেদন জানাতে পারেন। তবে আবেদনকারীর কম্পিউটারের বেসিক নলেজ থাকা আবশ্যিক।

মোট শূন্য পদের সংখ্যা : অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) মোট ১৩৭টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে।

আরোও পড়ুন : ওমা এত্ত সস্তা!ভারতের ১ টাকা এই দেশে ৫০০!অবাক হলেন? একবার দেখে আসুন ইতিহাস সমৃদ্ধ স্থানটি

বয়স সীমা : ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলিতে আবেদনের যোগ্য।

মাসিক বেতন : এই পদগুলিতে মাসিক বেতন হিসাবে দেওয়া হবে ১৬ হাজার ৩০০ থেকে ১৯ হাজার ৬০০ টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি : বায়োডেটা, আধার অথবা ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা বয়সের প্রমাণপত্র,  কাস্ট সার্তিফিকেট (যদি থাকে), নিজের ছবি ও স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

4a839 job

আবেদন পদ্ধতি : প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে প্রার্থীকে প্রথমে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র। তারপর আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। এছাড়াও বায়োডাটা পাঠাতে পারেন info.corporatebank1@gmail.com এই ওয়েবসাইটে। আবেদন পদ্ধতি ও নিয়োগ (Recruitment) পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ফোন করতে পারেন 7439819824 / 9007526380 হেল্পলাইন নাম্বারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর