বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Job Scam) কাণ্ডে নয়া মোড়। এবার ধৃত অয়ন শীলের (Ayan Shil) হার্ডডিস্ক ঘেঁটে বড় তথ্য ফাঁস! গত বছর থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একে একে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডেই ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে ইডির হাতে উঠে আসে প্রোমোটার অয়ন শীলের নাম। বর্তমানে জেলবন্দিই রয়েছেন তিনি। আর এবার অয়নের হার্ডডিক্স থেকেই মিললো বিপুল নথি।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের হার্ডডিস্কে এবার সাংকেতিক কোড রহস্য! কি সেই কোড? জানা গিয়েছে, অয়নের কম্পিউটারের হার্ড-ডিস্ক থেকে এক তালিকা উদ্ধার করেছে ইডি। যাতে কোডে লেখা কয়েকটি নাম। “এমএম “, “এসবি “, “সিএইচ “, ” বিএইচ” এই সমস্ত কোড ল্যাঙ্গুয়েজে নাম লেখা রয়েছে পুরসভা বেআইনিভাবে নিয়োগের লিস্টে। ইডির (ED) ধারণা, পুরসভায় অনিয়ম করে নিয়োগের ক্ষেত্রে যেসকল প্রভাবশালী ব্যক্তি ক্যান্ডিডেটের নাম সুপারিশ করে পাঠাতেন, তাদের নাম এবং পদ অনুসারে তৈরি হয়েছিল ওই “কোড”৷ যা ব্যবহার করেই লিখে রাখা হত ব্যক্তিগত তালিকা।
ইডি সূত্রে খবর, এই কোড গুলির পাশেই লেখা রয়েছে তার কত জন চাকরি প্রার্থী, তাদের নামের রেকমেন্ডেশন, কত টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি লিখে রাখা বাকি টাকার হিসেবও। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় আটটি কোড ব্যবহার করা হয়েছে ওই লিস্টে। যার মধ্যে রয়েছে ” MM”, “SB”, “CH”, এই সকল কোড৷ যার মধ্যে MM এর অধীনেই সবচেয়ে বেশি প্রার্থীর নাম রয়েছে বলে তদন্তকারীদের দাবি।
ইডির দাবি, এক এক চাকরির জন্য ছিল আলাদা-আলাদা রেট। টাকার অংক ছিল তিন থেকে দশ লাখ পর্যন্ত। যেই টাকার সবটা পেত না অয়ন। কারও কাছ থেকে যত টাকা নেওয়া হতো তার মাত্র দশ-পনেরো শতাংশ পেতেন অয়ন শীল। বাকি নব্বই-পঁচাশিই শতাংশ চুক্তির ভিত্তিতে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। তবে কারা সেই প্রভাবশালী? ইডির দাবি, অয়নের হার্ডডিক্স থেকে সাংকেতিক ভাষায় লেখা নাম গুলি কোনও না কোনও প্রভাবশালী ব্যক্তির। এই রহস্যের কিনারা করতেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে ইডি।