বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুর নিয়োগ, দুর্নীতির জাল ছড়িয়েছে বহুদূর! এবার এই মামলাতেই গ্রেফতার হওয়া অয়ন শীল জামিনের আবেদন জানালেন। ইডির মামলায় জামিন পাওয়ার পর এবার সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি জানিয়েছেন তিনি।
হাইকোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অয়ন!
রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন অয়ন শীল (Ayan Sil)। সেই সঙ্গেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় তাঁর। ২০২৩ সালে এই সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি সেই মামলায় অয়নকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানালেন তিনি।
চলতি ডিসেম্বর মাসেই ইডির মামলায় নিয়োগ দুর্নীতির অয়নকে জামিন দিয়েছে উচ্চ আদালত। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন। সেই সঙ্গেই পাসপোর্ট জমা, তদন্তে সহযোগিতা, মোবাইল নম্বর পরিবর্তন না করা সহ একাধিক শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। তবে সিবিআইয়ের মামলা থাকার কারণে এখনও অবধি জেলমুক্তি হয়নি অয়নের। এবার সেই মামলাতেও জামিনের আবেদন জানালেন তিনি।
আরও পড়ুনঃ আর বঞ্চনা নয়! এবার রাজ্যকে ২০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র! কোন প্রকল্পে?
জানা যাচ্ছে, জামিনের আর্জি জানিয়ে গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন অয়ন। তিনি এই মামলায় জামিন পাওয়ার যোগ্য, এমনটা দাবি করে ৪৫০ পাতার পিটিশন ফাইল করেছেন বলে খবর। ইতিমধ্যেই মামলা আদায়ের করার অনুমতি মিলেছে। বুধবার তথা আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অয়নকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে রাজ্যের নানান পুরসভায় নিজের প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে এই মামলার তদন্তে অয়নের চুঁচুড়ার এবং কলকাতার বাড়ি, অফিসে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। খোঁজ মেলে প্রায় ১০০ কোটির সম্পত্তির। এবার সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এই মামলায় জামিন পেলেই জেলমুক্তি হবে অয়নের।