‘সহচরী’ অতীত! বরফির সই মায়ের খোলস ছেড়ে নতুন রূপে ছোটপর্দায় ফিরছেন কনীনিকা

বাংলা হান্ট ডেস্ক : আয় তবে সহচরী সিরিয়ালের পর আরো একবার নতুন কাজ নিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। স্টার জলসার পর্দায় কনীনিকা (Koneenica Banerjee) অভিনীত ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori) ধারাবাহিকে মাঝ বয়সে এসে একজন মধ্যবয়সী গৃহবধূর  স্বপ্ন পূরণের কাহিনী দেখেছিলেন দর্শক। বরফি আফ্র্র তাঁর সইমায়ের হাত ধরেই শ্বাশুড়ি-বৌমা জুটির নতুন সংজ্ঞা পেয়েছিলেন দর্শক।

‘আয় তবে সহচরী’র পর আবার ছোটপর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)

দীর্ঘদিনের অভিনয় জীবনে নিখুঁত অভিনয় দিয়ে বারবার দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। ছোটো পর্দা থেকেই অভিনয় জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল তাঁর।  নিজের সাবলীল অভিনয় দিয়ে বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘এক আকাশের নীচে’, ‘স্বপ্ননীল’, কিংবা ‘অন্দরমহল’-এর মত একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল।

তবে শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও দাপিয়ে অভিনয় করেছেন কনীনিকা (Koneenica Banerjee)। রুপালি পর্দার দর্শকদের তিনি উপহার দিয়েছেন, ‘আবার আসিব ফিরে’, ‘মুখার্জিদার বউ’ কিংবা হামির মত বেশ কিছু জনপ্রিয় সিনেমা। প্রসঙ্গত আয় তবে সহচরী সিরিয়ালে প্রধান নায়কার চরিত্রে অভিনয় করলেও তাঁকে ছাড়াই শেষ করে দেওয়া হয়েছিল এই ধারাবাহিক।

সেই সময় সিরিয়ালের নির্মাতাদের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রীর নিজেও। শুরুতে এক ধোনের কাহিনী নিয়ে গল্প এগোলেও পরে সিরিয়ালে পরকীয়া জায়গা পেয়েছিল। যা নিয়ে তুমুল সমালোচনা করেছিলেন দর্শক। সেসময় বাধ্য হয়ে মুখ খুলেছিলেন কনীনিকাও। জানিয়েছিলেন ভবিষ্যতে ছোট পর্দায় কাজ করার ইচ্ছাটাই তার চলে গিয়েছে। আর করলেও শর্তসাপেক্ষ কাজ করবেন তিনি।

আরও পড়ুন : শ্মশান থেকে আনা মালায় শুটিং! জানতে পেরেছিলেন উত্তম কুমার?

সেই সময় তিনি অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন। তাই তাঁকে  ছাড়া সিরিয়ালের টিআরপিওর ঠেকেছিল একেবারে তলানিতে।  কিন্তু সিরিয়াল শেষ হওয়ার আগেই সুস্থ হয়ে ফিরে এসেছিলেন কনীনিকা। তারপরেও সিরিয়ালের অন্তিম পর্বের শুটিংয়ে দেখা যায়নি প্রধান নায়িকাকে। তবে সেই সমস্ত বিতর্ক এখন অতীত।

Koneenica Banerjee

শোনা যাচ্ছে, বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আরও একবার ছোট পর্দায় কামব্যাক করছেন কনীনিকা। এবার অভিনেত্রী ফিরছেন জি বাংলায়। তবে এবার কোনো সিরিয়াল নয়, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসছে একটি নন ফিকশন শো যার নাম ‘রান্নাঘর’। সেখানেই এবার সঞ্চালিকা হয়ে ফিরতে চলছেন অভিনেত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর