একের পর এক প্লাস্টিক সার্জারি! চোখ মুখ থেকে শরীরের মাপ সবই বদলে ফেলেছেন আয়েশা টাকিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আয়েশা টাকিয়া (ayesha takia), একসময়ের তরুণদের বুকে ঝড় তোলা অভিনেত্রী, এখন বদলে গিয়েছেন অনেকটাই। ফাল্গুনী পাঠকের ‘মেরি চুনর উড় উড় যায়ে’র সুরে নাচ করা সেই ছিপছিপে তরুণীর সঙ্গে আজকের আয়েশার মিল খুঁজতে গেলে হকচকিয়ে যাবেন সকলেই।
বলিউডে বিশেষ ছবি না করেও আয়েশা টাকিয়া লাইমলাইটটা ঠিকই ধরে রেখেছেন নিজের ওপর। প্রথমে ‘কমপ্ল‍্যান গার্ল’ হিসাবে বেশ জনপ্রিয়তা পান তিনি। সেই আয়েশাকেই পরে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিওতে দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি।


ছিপছিপে চেহারায় স্বপ্নালু চোখের আয়েশাকে দেখে সেই সময় বহু ছেলেরই হৃৎস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। আয়েশার নামটা তখন থেকেই সকলে জানতে শুরু করে। এরপর ‘নহি নহি কভি নহি’র রিমিক্স ভার্শনেও দেখা গিয়েছিল তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন সেই সময়ে তুমুল জনপ্রিয় কিথ সিক‍্যুয়েরা।


কিন্তু এরপরে হঠাৎ করেই আয়েশার চেহারায় বড়সড় বদল দেখা যায়। ডেবিউ ছবি টারজান দ‍্য ওয়ান্ডার কার এ আয়েশাকে দেখে চোখ কপালে উঠেছিল সবার। ছিপছিপে চেহারা থেকে হঠাৎ করেই বাস্টি লুকে ধরা দেন আয়েশা। পাশাপাশি এই ছবিতে বেশ স্বল্প পোশাকেও দেখা যায় তাঁকে।


সেই সময় রটে যায়, প্লাস্টিক সার্জারির সাহায‍্য নিয়েছেন আয়েশা। ব্রেস্ট ইমপ্ল‍্যান্ট করিয়েছেন তিনি। অবশ‍্য এর বিরোধিতা করতে শোনা যায় অভিনেত্রীর ভক্তদের। তাদের দাবি, স্বাভাবিক নিয়মেই এই পরিবর্তন ঘটেছে তাঁর শরীরে। কোনও প্লাস্টিক সার্জারিই নাকি করাননি আয়েশা।


অবশ‍্য এখানেই শেষ নয়, মাত্র বছর কয়েক আগেই আয়েশাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। কোথায় সেই মিষ্টি হাসি, স্বপ্নালু চোখ। বরং এখন আয়েশার চোখ, ঠোঁট, নাক সব কিছুই বেশ শার্প, সম্পূর্ণ অন‍্যরকম। ফের গুঞ্জন ওঠে প্লাস্টিক সার্জারির ফলেই ঘটেছে এই বড়সড় গণ্ডগোল। অভিনেত্রী এবারেও জানান, সার্জারি করাননি তিনি। বয়স ও মেকআপের কারনেই তাঁর মুখ এমনটা দেখাচ্ছে বলে দাবি করেন আয়েশা।

সম্পর্কিত খবর

X