ভগবান রামের নামে হবে অয্যোধ্যা বিমানবন্দর, বড় সিদ্ধান্ত যোগী ক্যাবিনেটের

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য অযোধ্যা (ayodhya) নগরীতে রাম মন্দির নির্মানের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। সেজে উঠছে অযোধ্যা নগরী। দেশ বিদেশের বহু পর্যটক এবার অযোধ্যায় আসবেন রাম মন্দির দর্শনের জন্য। তাই এবার অযোধ্যা নগরীর সঙ্গে সঙ্গে নতুন রূপে সেজে উঠছে উত্তরপ্রদেশের অযোধ্যা বিমান বন্দর।

পরিবর্তীত হতে চলেছে অযোধ্যা বিমান বন্দরের নাম
শুধুমাত্র নতুন রূপে সেজে ওঠাই নয়, নাম বদলও হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যা বিমান বন্দরের। ভগবান শ্রীরামের নামে নতুন নাম হতে চলেছে এবার উত্তরপ্রদেশের অযোধ্যা বিমান বন্দরের। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে, অযোধ্য বিমানবন্দরের নতুন নাম হতে চলেছে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর’। পাশাপাশি বিমান বন্দরও হয়ে উঠবে আন্তর্জাতিক মানের।

লক্ষ্যমাত্রা ২০২১ সাল
এই নতুন আন্তর্জাতিক মানের বিমান বন্দরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২১ সাল। আশা করা যাচ্ছে ২০২১ সালের মধ্যেই এই বিমান বন্দর নতুন রূপে ধরা দেবে। রাজ সরকারের মন্ত্রের সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মন্ত্রীসভা শ্রীরামের নামে অযোধ্যা বিমানবন্দরের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

প্রস্তাব রাখা হবে বিভিন্ন মন্ত্রকে
বিমান বন্দরের নাম পরিবর্তনের বিষয়ে বিধানসভাতে প্রস্তাব পাশ করানোর পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছেও এই প্রস্তাব পাঠানো হবে। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভগবান শ্রীরামের নামে অযোধ্যা বিমান বন্দরের নাম রাখার এই বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল উত্তরপ্রদেশের যোগী সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর