বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, তাজমহলের ভেতরে প্রবেশে বাধা পাওয়ার কারণে খবরের শিরোনামে রয়েছেন জগৎগুরু পরমহংস আচার্য। এবার তিনি তাজমহল নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে বিতর্ক আরো দানা বাধতে শুরু করেছে।
অযোধ্যা তপস্বী ক্যান্টনমেন্টের পিঠধীশ্বর হলেন জগৎগুরু পরমহংস আচার্য। সম্প্রতি অযোধ্যা থেকে তিন জন শিষ্যদের সঙ্গে নিয়ে তাজমহল দেখতে আসেন তিনি। তবে গেরুয়া পোশাক, কপালের রক্ত তিলক এবং ধর্ম দণ্ড হাতে নিয়ে প্রবেশ করতে দেখে তাঁর সামনে রুখে দাঁড়ায় তাজমহলের নিরাপত্তা রক্ষীরা। এরপর ক্রোধান্বিত হয়ে আচার্য দাবি করেন যে, “পরনে গেরুয়া পোশাক থাকার জন্যই আমাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়। সেখানে নিরাপত্তা রক্ষীদের সামনেই অসংখ্য মানুষ আমাদেরকে নিয়ে তামাশা করতে থাকে।”
তবে ঝামেলা সূত্রপাত আচার্যের হাতে থাকা ধর্ম দণ্ডকে নিয়েই শুরু হয় বলে জানা গেছে। স্বভাবতই, তাঁকে প্রবেশে বাধা দেওয়া হলে সেই নিয়ে বিতর্ক ছড়ায় গোটা এলাকায়। এরপরই এদিন বিস্ফোরক মন্তব্য করলেন আচার্যদেব। তাজমহলের ভিতর প্রবেশে বাধা দেওয়ার কারণে ক্ষুব্ধ আচার্য এদিন ঘোষণা করেন যে আগামী 5 ই মে তিনি তাজমহলের প্রবেশপথে ধর্ম সংসদ স্থাপন করবেন।
প্রসঙ্গত, পরমহংস আচার্যকে তাজমহলের ঢুকতে বাধা দেওয়ার পর বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে এদিন একধাপ এগিয়ে আচার্যদেব ঘোষণা করেন যে, “আমি 5 ই মে আগ্রার তাজমহলে শিবের প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছি। দেশে সনাতন ধর্মে বিশ্বাসী সকল সাধকদের আমি সেই দিন সকাল 10 টায় এখানে আসার আহ্বান জানাচ্ছি।” এছাড়াও আগামী 5 ই মে ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পরমহংস আচার্য সনাতন ধর্ম সংসদের আয়োজন করতে চলেছেন।