রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তিতে মেতে উঠল ভারতের এই পড়শি দেশ! জ্বলল ১.২৫ লক্ষ প্রদীপ

বাংলা হান্ট ডেস্ক: গত বছর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির (Ayodhya Ram Mandir)। দীর্ঘ ৫০০ বছরের লড়াই কাটিয়ে অবশেষে ভারতের বুকে গড়ে ওঠে রামলালার মন্দির। বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘমন্দির হিসেবে পরিচয় পায়। রাম মন্দিরের উদ্বোধনের আগে থেকেই অযোধ্যায় ভিড় জমতে শুরু করে ভক্তদের। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। আর এবার ২০২৫-এ রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উপলক্ষে মহাসমারোহে উদযাপন করা হল। শুধু ভারত নয়, এই উদযাপনে মিলিত হল প্রতিবেশী দেশ।

রাম মন্দির (Ayodhya Ram Mandir) প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উদযাপন:

শনিবার ছিল উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রতিষ্ঠিত রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রথম বর্ষপূর্তি। ১১ জানুয়ারি এই বিশেষ দিনে শ্রী রামলালার মহাভিষেক অনুষ্ঠিত হয়। একদিকে যেখানে ভারত এই বিশেষ দিনটিকে নিয়ে ব্যস্ত, উল্টোদিকে নেপাল এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলল। শনিবার অযোধ্যার রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করেছে নেপালের অন্যতম শহর জনকপুর। ১.২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই উৎসব উদযাপন করেছে বলে জানা যায়।

 Ayodhya Ram Mandir 1 year celebrate in India and neighbour country

রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে নেপালে বিরাট অনুষ্ঠান: জানা গিয়েছে, রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বহিন্দু পরিষদ নেপালের ধনুষা শাখা এই অনুষ্ঠানটি আয়োজন করে। আর এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল জানকী মন্দির প্রাঙ্গণে। এদিন গঙ্গা আরতি, রঙ্গোলি সহ বিভিন্ন রকমের পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। সবথেকে বড় বিষয় ১.২৫ লক্ষ আলো জ্বালিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ বড় খবর! ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী সরকারের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকবেন কে? মিলল আপডেট

তথ্যসূত্রে জানা গিয়েছে, গত বছরও প্রাণ প্রতিষ্ঠার দিন ১.২৫ লক্ষ প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছিল। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আবারও সেই একই আয়োজন। এই বিষয়ে জানকী সেনার জাতীয় মুখপাত্র আশুতোষ ঝা সংবাদমাধ্যমকে  বলেন, “গঙ্গা আরতি পারফর্মিং টিম জানকীজি আরতি করছেন এবং আমরা মন্দির প্রাঙ্গণে একটি রঙ্গোলিও তৈরি করেছি।” এছাড়াও এই বিষয় জানকী মন্দিরের প্রধান মহন্ত রাম তাপস্বর দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা প্রার্থনা করি যে প্রথম বার্ষিকী উদযাপন করা হোক এবং সমস্ত জায়গা জুড়ে আনন্দ ও উৎসাহের সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করা হোক।”

আরও পড়ুনঃ রাত পোহালেই ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার আগাম খবর

প্রসঙ্গত, গত বছর হিন্দু ক্যালেন্ডারের পৌষ মাসের শুক্লপক্ষের সময় কুর্ম দ্বাদশীতে এই পবিত্র অনুষ্ঠান পালিত হয়েছিল। আর এ বছর শুক্লপক্ষ পড়েছে ১১ জানুয়ারি। আর সেই উপলক্ষে অযোধ্যার রাম মন্দির (Ayodhya  Ram Mandir) শনিবার বিপুল ভক্তদের সমাগম ঘটে। এই বিশেষ দিনটি শুরু করা হয় শুক্লা যজুর্বেদের মন্ত্র এবং অগ্নিহোত্র দিয়ে। এছাড়াও রাম রক্ষা স্তোত্র ও হনুমান চালিশা পাঠের সঙ্গে রাম মন্ত্র জপ করা হয়। সেই সাথে শ্রী রামলালার মহাভিষেক অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এই দিনটি অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করা হয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর